খোকসায় রেকর্ড পরিমাণ করোনা রোগী শনাক্ত - খুলনার খবর
আশরাফুল ইসলাম, খোকসা(কুষ্টিয়া) প্রতিনিধি | |গতকাল ২৬শে জুন শনিবার এন্টিজেন টেস্টের রিপোর্টে খোকসার ২১ জন করোনা পজিটিভ হয়েছেন। যা এ যাবৎকালের একদিন সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।
বর্তমানে খোকসা উপজেলাতে হোম আইসোলেশনে ১১৬ জন পজিটিভ রোগি আছে।
এর মধ্যে ইউনিয়ন ভিত্তিক আক্রান্তের সংখ্যা খোকসা ইউনিয়ন- ১০ জন , একতারপুর ইউনিয়ন - ৪ জন , বেতবাড়িয়া ইউনিয়ন- ৯ জন ,শোমসপুর ইউনিয়ন- ১৯ জন ,জয়ন্তীহাজরা ইউনিয়ন- ৯ জন ,শিমুলিয়া ইউনিয়ন- ৯ জন , গোপগ্রাম ইউনিয়ন- ১ জন , আমবাড়ীয়া ইউনিয়ন- ১ জন ,ওসমানপুর ইউনিয়ন- ৩ জন
সবচেয়ে বেশি রোগী খোকসা পৌরসভাতে৷ পৌরসভার রোগির সংখ্যা ৫১ জন। ওয়ার্ড ভিত্তিক বর্তমান রোগির সংখ্যা- ওয়ার্ড ১ - ৪ জন ,ওয়ার্ড ২ - ৬ জন , ওয়ার্ড ৩ - ৭ জন, ওয়ার্ড ৪ - ৪ জন, ওয়ার্ড ৫ - ৫ জন , ওয়ার্ড ৬ - ৮ জন ,ওয়ার্ড ৭ - ২ জন , ওয়ার্ড ৮ - ১২ জন ,ওয়ার্ড ৯- ৩ জন
স্বাস্থবিধি মেনে চলুন। লকডাউন কার্যকর করতে সহায়তা করুন। মৃত্যুর মিছিল আর দীর্ঘ করবেন না।
সূত্র: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ফেসবুক পেজ।
No comments
please do not enter any spam link in the comment box.