অভয়নগর অঞ্চলে এনজিও 'র কিস্তির টাকা আদায়ের চেষ্টা,বিপাকে ঋণ গ্রহীতারা- খুলনার খবর
প্রনয় কুমার দাস,অভয়নগর প্রতিনিধি।। অভয়নগরের বিভিন্ন অঞ্চলের এনজিও কর্মীরা বাড়ি বাড়ি কিস্তির টাকা আদায়ের জন্য অব্যাহত চেষ্টা চালাচ্ছেন।
করোনার এমন সংকটে ভুক্তভোগী খেটে খাওয়া ঋণ গ্রহীতারা যখন তাদের সংসার চালাতে হিমশিম খাচ্ছেন, তখন এনজিও কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে চাপ সৃষ্টি করে কিস্তি আদায় করছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।
লকডাউনের মধ্যে সরকারি নির্দেশনা উপেক্ষা করে কিস্তি আদায়ে ব্যস্ত হয়ে পড়েছে এনজিও কর্মীরা।ফলে বিপাকে পড়েছে নিম্ন আয়ের ঋণ গ্রহীতারা।
এ বিষয় নিয়ে এনজিও ' র এক ফিল্ড অফিসার নাম প্রকাশ না করার শর্তে বলেন, চাকুরী বাচানোর শর্তে আমাদের কিস্তির টাকা আদায়ের জন্য যেতে হচ্ছে।
ব্যুরো বাংলাদেশ এনজিও ' র অভয়নগরের মহাকাল শাখার কর্মকর্তা মুহিদুল বলেন, যারা সেচ্ছায় কিস্তির টাকা পরিশোধ করছে তাদের টাকা নিচ্ছি।কারোর উপরে কোন প্রকার চাপ দেওয়া হচ্ছে না।
উদ্দিপন এনজিও ' র অভয়নগর শাখার ম্যানেজার সরদার আব্দুর সামাদ জানান, কিস্তি আদায়ে কোন প্রকার প্রেসার নেই। তিনি আরও বলেন ঋণ গ্রহীতাদের মধ্যে যারা স্বচ্ছল এবং যারা দেনা বাধিয়ে রাখতে চাননা একমাত্র তাদেরই কিস্তির টাকা নেওয়া হচ্ছে।
এরকম সংকটময় মুহূর্তে আমাদের সকলেরই মানবতার দৃষ্টিতে বিচার করে চলতে হবে।
যারা সচ্ছল আছে তাদের কিস্তির টাকা দিয়ে দেওয়া উচিৎ। আবার যারা নিম্ন আয়ের মানুষ তাদের প্রতি কোন প্রকার চাপ দেওয়া যাবে না।
No comments
please do not enter any spam link in the comment box.