যশোরে গত ২৪ ঘন্টায় ৪৭০ জনের করোনা শনাক্ত, করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু ১০জনের
মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি// উচ্চ ঝুঁকির কারণে যশোরের পাঁচ পৌরসভা ও ৯টি ইউনিয়নে লকডাউন চলছে। এদিকে করোনা সংক্রমনের হার উর্দ্ধমুখি হওয়ায় চলমান বিধিনিষেধ চলছে সেইসাথে জনগণকেও সচেতন হওয়ার পরামর্শ প্রশাসনের।
যশোর জেনারেল হাসপাতালের আর এম ও ডাক্তার আরিফ আহম্মেদ ও সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডাক্তার রেহনেওয়াজ জানিয়েছেন,গত ২৪ ঘন্টায় ৯৫১জনের নমুনা পরীক্ষা করে ৪৭০জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫৫ শতাংশ।আজ মারা গেছেন ১০জন এদের মধ্যে ৫জন করোনা রোগী এবং অপর ৫ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।
বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১৩১ জন যশোর জেনারেল হাসপাতালের করোনা শয্যা সংখ্যার চেয়ে রোগী বেশি হওয়ায় চাপের মধ্যে রয়েছেন চিকিৎসকরা। যশোর জেনারেল হাসপাতালের রেড জোন করোনা ইউনিটে ২জনের মৃত্যু হয়েছে, অন্য ৩জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান জানান, সংক্রমণ বেড়ে যাওয়ায় বিধি-নিষেধ এলাকা ভিত্তিক থেকে জেলায় সম্প্রসারণ করা হয়েছে যা কার্যকর করতে প্রশাসন আরো কঠোর অবস্থানে আছে ঔষধের দোকান ছাড়া সকল নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকবে দুপুর ১২টা পর্যন্ত। এছাড়া পণ্যবাহী ট্রাক ও এ্যাম্বুলেন্স ছাড়া সকল গণপরিবহণ বন্ধ থাকবে৷
No comments
please do not enter any spam link in the comment box.