Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    যশোরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৪৫৪ জনের করোনা শনাক্ত, করোনা ও উপসর্গে মারা গেছেন ৫ জন

    মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি// শনাক্তের এ উর্ধ্বগতি রুখতে লকডাউন কার্যকরের কাজ করছে জেলা প্রশাসন কিন্তু সাধারণ মানুষের অসচেতনতা এবং বেপরোয়া চলাফেরার কারণে সংক্রমণ উর্ধ্বগতির হ্রাস হয়নি।

    যশোর স্বাস্থ্যবিভাগের তথ্য মতে গত ২৪ ঘন্টায় ৮০০ জনের নমুনা পরীক্ষা করে ৪৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৫৭ শতাংশ। আজ মারা গেছেন ৫জন। এদের মধ্যে ১জন করোনা এবং অপর ৪জন করোনা উপসর্গ নিয়ে।বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১৪১ জন।

    যশোরের অতিরিক্ত জেলা ম্যাজেস্ট্রেট কাজী মোঃ সায়েমুজ্জামান বলেন,আমরা যশোর জেলায় কঠোর লকডাউন কার্যকর করে চলেছি। আশা করেছিলাম সংক্রমণের হার কমবে কিন্তু সাধারণ মানুষের অসচেতনতা এবং বেপরোয়া চলাফেরার কারণে সংক্রমণ উর্ধ্বগতির হ্রাস হয়নি আমরা আশা করবো যশোরের মানুষ আরো সচেতন হবে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad