নওয়াপাড়ার জেজেআই, কার্পেটিং জুট মিল ব্যক্তি মালিকানায় যাচ্ছে- খুলনার খবর
প্রনয় কুমার দাস,অভয়নগর প্রতিনিধি।। বিজেএমসি' র ১৪ টি জুট মিল বেসরকারি খাতে লিজ প্রদানের প্রাথমিক কাজ শেষ করেছেন সরকার। এর মধ্যে রয়েছে নওয়াপাড়ার জেজেআই জুট মিল ও কার্পেটিং জুট মিল।
বিজেএমসি' র চেয়ারম্যান মো. আব্দুর রউফ বলেছেন, অতি শীগ্রই সরকারি পাটকলগুলো বেসরকারি খাতে ছেড়ে দিয়ে মিলগুলি শ্রমিক বান্ধব গড়ে তোলা হবে।
ইতিমধ্যে ইনভাইটেশন ফর এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট (ইওআই) স্তর শেষ হয়েছে, চুড়ান্ত কাজ ২০২১ সালের মধ্যেই সমাপ্ত হবে।এরপরই লিজ গ্রহীতাদের হাতে হস্তান্তর করা হবে।মিলগুলোর শ্রমিকরা নতুনভাবে কর্মসংস্থান খুঁজে পাবে।হাজার হাজার পরিবার পথ চেয়ে বসে আছে সেই সুদিনের জন্য।
No comments
please do not enter any spam link in the comment box.