যশোরে ৫ সিনিয়র সাংবাদিক করোনায় আক্রান্ত- খুলনার খবর
মোঃ জসিম উদদীন তুহিন,যশোর জেলা প্রতিনিধি// যশোরে প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।গতকাল শনিবার একদিনে আক্রান্ত হয়েছে ৪৭০ জন একই সাথে মৃত্যু হয়েছে ৮ জনের।
এই করোনা রোগীদের সাথে এবার যুক্ত হয়েছে সম্মুখ সারির যোদ্ধা যশোরে পাঁচজন সিনিয়র সাংবাদিক।তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া করোনা উপসর্গ দেখা দিয়েছে আরো দুইজন সাংবাদিকের বিষয়টি নিশ্চিত করেছেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
তিনি জানান, গত কয়েকদিন ধরে করোনাভাইরাস যশোরে মহামারীতে রুপ ধারণ করেছেন। পাঁচজন সিনিয়র সাংবাদিক ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।
তারা হলেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি, প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা একরাম-উদ-দৌলা, প্রেসক্লাব যশোরের দপ্তর সম্পাদক তৌহিদ জামান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-মহাসচিব সাকিরুল কবীর রিটন, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি জুয়েল মৃধা ও লোকসমাজের সিনিয়র রিপোর্টার বিএম আসাদ।
এদের মধ্যে জুয়েল মৃধা ও তৌহিদ জামানের অবস্থা বেশ আশংকাজনক। জুয়েল মৃধা শহরের একটি বেসরকারি হাসাপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তবে অবস্থা খারাপ হওয়ায় গত শুক্রবার বিকালে তাকে খুলনার কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুইজনের শ্বাসকষ্টজনিত সমস্যা হচ্ছে। জুয়েল মৃধার নিয়মিত অক্সিজেন নিতে হচ্ছে এছাড়া প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি মিজানুর রহমান তোতা ও প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক জাহিদুল কবীর মিল্টন করোনা উপসর্গ নিয়ে অসুস্থ আছেন।
তারা চিকিৎসকদের পরামর্শে বাসায় আছেন।এদিকে ২৬ জুন শনিবার প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচন হওয়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.