আবারও একদিনে করোনা শনাক্তে নতুন রেকর্ড গড়েছে খুলনা বিভাগ- খুলনার খবর
খুলনার খবর// আবারও একদিনে করোনা শনাক্তে নতুন রেকর্ড গড়েছে খুলনা বিভাগ। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে বিভাগে ৩০ জনের মৃত্যু হয়েছে।এ সময়ে নতুন করে রেকর্ড ১ হাজার ৪৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
আজ সোমবার (২৮ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে কুষ্টিয়ায় সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনায় ৬ জন, মেহেরপুরে ৪ জন, ঝিনাইদহে ৪ জন, চুয়াডাঙ্গায় ২ জন, বাগেরহাটে ২ জন, যশোরে ১জন, সাতক্ষীরায় ১জন এবং নড়াইলে ১জন মারা গেছেন।
উল্লেখ্য, খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সোমবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৫৩ হাজার ৬৩১ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১১ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ হাজার ৯৭৮ জন।
No comments
please do not enter any spam link in the comment box.