আসছে Windows 11,একাধিক আকর্ষণীয় ফিচার্স, বদলাবে কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা
খুলনার খবর|| বিগত কিছু দিন ধরেই Windows 11 নিয়ে বিস্তর জল্পনা চলছে।আগামী বৃহঃপতিবার (২৪ জুন) অফিসিয়ালি লঞ্চ করবে উইন্ডোজ ১১। তবে, লঞ্চের আগেই Microsoft-এর নতুন অপারেটিং সিস্টেমের একাধিক ফিচার্স ফাঁস হয়ে গিয়েছে। আর সেই ফাইল থেকেই যে কোনও কম্পিউটারে ইনস্টল করা যাচ্ছে নতুন এই Windows।
প্রথমে ইন্টারনেটে নতুন অপারেটিং সিস্টেম অর্থাৎ Windows 11-এর কিছু স্ক্রিনশট ফাঁস হলেও, পরে গোটা অপারেটিং সিস্টেমের ISO ফাইল লিক হয়ে গিয়েছে।
ইতিমধ্যেই বহু মানুষ লঞ্চের আগেই নিজের কম্পিউটারে Windows 11 ইনস্টল করে ফেলেছেন। আর তার পরেই এই বিষয়ে ইন্টারনেটে একের পর এক প্রতিবেদন ও ভিডিও প্রকাশ্যে এসেছে।
Windows 11-এর Start মেনুতে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন ইউজার ইন্টারফেস। এছাড়াও, টাস্কবারে দেখা গিয়েছে নতুন ডিজাইন। Windows 11-এর স্টার্ট মেনু দেখতে অনেকটা Windows 10x-এর মতো। টাস্কবারে নতুন ডিজাইনের সঙ্গেই ব্যবহৃত হয়েছে নতুন Windows লোগোও।
Windows 11-এর সম্ভাব্য সব ফিচারে যা থাকছে,
Windows 11-এর Windows লোগোতে নতুন ডিজাইন দেখা গিয়েছে। আগের লোগোর পরিবর্তে ব্যবহার হয়েছে একটি বর্গাকার নীল রঙের লোগো। এছাড়াও লোগোর চারপাশে শার্প কর্নারের বদলে দেখা যাবে রাউন্ডেড কর্নার।
No comments
please do not enter any spam link in the comment box.