মাগুরার মহম্মদপুরে এক স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা- খুলনার খবর
খুলনার খবর|| মাগুরার মহম্মদপুর উপজেলায় মসজিদের ভিতর এক স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার (১৯ জুন) রাতে উপজেলার পলাশবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে। হামলার শিকার ওই শিক্ষকের নাম আলাউদ্দিন মোল্যা ওরফে পাখি মাস্টার (৫৫)। তিনি ওই গ্রামের মৃত আব্দুল হক মোল্লার ছেলে ও পলাশবাড়ীয়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক।
পুলিশ, এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, আজ বিকেলে পাখি মাস্টার বাড়ির পাশের মসজিদে আসরের নামাজ পড়তে যান। এসময় একাকিত্বের সুযোগে তিন-চারজন তার উপর অতর্কিত হামলা চালিয়ে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যান।আহত পাখি মিয়াকে প্রথমে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর গতকাল রাত ১১টার দিকে তিনি মারা যান।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ্বাস পাখি মাস্টারের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলাকারীদের আটকের চেষ্টা চলছে।
No comments
please do not enter any spam link in the comment box.