আজ থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ খুলনা বিভাগীয় পর্যায়ের খেলা
খুলনার খবর|| যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায়, খুলনা বিভাগীয় প্রশাসন ও খুলনা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে আজ সোমবার (২১ জুন) থেকে শুরু হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেসা মুজিব অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার খুলনা বিভাগীয় পর্যায়ের খেলা।
খুলনা জেলা স্টেডিয়ামে আজ সোমবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন খুলনা বিভাগীয় কমিশনার মো: ইসমাইল হোসেন (এনডিসি)।
খুলনা জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতার খেলাগুলি অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা খুলনা বিভাগের ১০টি জেলা ও খুলনা মহানগর দল নক আউট ভিত্তিতে এ খেলা অংশ গ্রহণ করবে।
উদ্বোধনী ম্যাচে ছেলেদের গ্রুপে কুস্টিয়া জেলা দল মুখোমুখি হবে সাতক্ষীরা জেলা দলের। একই দিন বেলা সাড়ে ১১টায় মেয়েদের গ্রুপেও কুস্টিয়া জেলা মুখোমুখি হবে সাতক্ষীরার মেয়েদের।
No comments
please do not enter any spam link in the comment box.