খুলনার বটিয়াঘাটায় ২দিন ব্যাপি ভূমি সেবা প্রশিক্ষণ সমাপ্ত- খুলনার খবর
মহিদুল ইসলাম ( শাহীন ) বটিয়াঘাটা || জনগণের দোরগোড়ায় ভূমি সেবা বিষয়ক ২ দিনের এক প্রশিক্ষণ কোর্স বটিয়াঘাটা মহাবিদ্যালয়ে আইসিটি ভবনে অনুষ্ঠিত হয়।
গতকাল মঙ্গলবার (১৫ জুন) প্রশিক্ষণের উদ্ভোদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম।এ সময় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল হাই সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, ওসি তদন্ত খালিদ হোসেন, অধ্যক্ষ অমিতেষ দাস, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল ও জাইকা প্রতিনিধি মাহাবুব হোসেন।
আজ বুধবার (১৬ জুন)বিকাল ৩ টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খাঁন। বিশেষ অতিথি ছিলেন রূপসা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লা, অমিতেষ দাস ও জাইকা প্রতিনিধি মাহাবুব হোসেন, প্রেসক্লাব সহ সম্পাদক সোহরাব হোসেন মুন্সি, শাহীন বিশ্বাস। এসময় অংশগ্রহণ কারীদের মধ্য থেকে বক্তব্য রাখেন বটিয়াঘাটা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস।
প্রশিক্ষণ পরিচালনা করেন তহশীলদার কৃষ্ণপদ দাস ও সার্ভেয়ার সাকিরুল ইসলাম। ৫০ জন প্রশিক্ষনার্থী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। বক্তারা জমি সংক্রান্ত এ ধরণের প্রশিক্ষণের জন্য উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও জাইকাকে ধন্যবাদ জানান।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা পরিষদের বাস্তবায়নে ইউডিজিপি ও জাইকার সহযোগীতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
No comments
please do not enter any spam link in the comment box.