বিকাল ৫টার পর দোকান খোলা রাখায় নগরীর বিভিন্ন এলাকায় ম্যাজিস্ট্রেট কর্তৃক জরিমানা আদায়
নিজস্ব প্রতিবেদক||নগরীর বিভিন্ন এলাকায় বিকাল ৫টার পরে দোকান খোলা রাখার কারণে অভিযান চালানো হয় আজ। জরুরী সেবা(মেডিসিন) ব্যাতিত খোলা রাখা বিভিন্ন দোকানে করা হয় জরিমানা।
খুলনা জেলা প্রশাসক এর কার্যালয় এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নূরী তাসনীম ঊর্মি সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিজান পরিচালনা করেন।
এসময় নগরীর শান্তিধাম মোড়ে অবস্থিত আর এফ এল কোম্পানির বেস্ট বাই নামক দোকান খোলা রাখার কারণে ২০ হাজার টাকা জরিমান আদায় করা হয়। এছাড়াও মাস্ক বিহীন বিভিন্ন যানবাহন এর চালককেও করা হয় জরিমানা।
তথ্যমতে,চলতি মাসের শুরুর দিকে কঠোর লকডাউন এর সিদ্ধান্ত নেয় সরকার ও স্থানীয় প্রশাসন মহোদয়গণ। প্রথমে ৭ দিনের জন্য লকডাউন দিলেও পরে করোনা পরিস্থিতি অবনতি হওয়ার কারনে লকডাউন এর সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া খুলনা জেলা প্রশাসন কর্তৃক এক প্রজ্ঞাপন জারি করে জানানো হয় যে বিকাল ৫ টার পর জরুরী সেবা ব্যাতিত খোলা রাখা যাবে না কোনো প্রতিষ্ঠান এবং জরুরী সেবা খাত গুলোকে মানতে হবে কঠোর স্বাস্থ্যবিধি।
জারিকৃত বিধিনিষেধ সকলকে মানতে বাধ্য করতে এবং সরকার ও প্রশাসন কর্তৃক চলমান কঠোর বিধিনিষেধ প্রতিষ্ঠা করতে এই অভিযান চালানো হয় বলে জানান সম্মানিত নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নূরী তাসনীম ঊর্মি।
No comments
please do not enter any spam link in the comment box.