খুলনার দুই হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ৯ জনের মৃত্যু- খুলনার খবর
খুলনার খবর// খুলনায় গত ২৪ ঘণ্টায় করোনায় আরও নয়জনের মৃত্যু হয়েছে।আজ শনিবার (২৬ জুন) সকাল ৮টা পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে সাতজন ও বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে দু’জনের মৃত্যু হয়েছে।
খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় খুলনা করোনা হাসপাতালে রেড জোনে সাতজনের মৃত্যু হয়েছে।এ সময় নতুন করে ভর্তি হয়েছেন ২৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন।আর আইসিইউতে রয়েছেন ১৯ জন।বর্তমানে খুলনার ১৩০ শয্যার করোনা হাসপাতালে ১৫৬ জন চিকিৎসাধীন রয়েছেন।
গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে যে দু’জনের মৃত্যু হয়েছে তারা হলেন- যশোরের কেশবপুরের ভরতবায়না এলাকার জিয়াউর রহমান (৪২) ও মনিরামপুরের রামপুর এলাকার মো. ইহসাক সানা (৮০)।
No comments
please do not enter any spam link in the comment box.