যশোরের দ্বিতীয় দফায় কঠোর লকডাউনের বিধি নিষেধ শুরু হয়েছে আজ থেকে -খুলনার খবর
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর জেলা প্রতিনিধি||যশোর করোনা আক্রান্ত ও মৃত্যু সংখ্যা দিন দিন বেড়েই চলেছে এতে করে আতঙ্কে যশোর জেলার জনসাধারণ মানুষ। করোনার সংক্রমণ প্রতিরোধ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে যশোর জেলা করোনা প্রতিরোধ কমিটি।
করোনা প্রতিরোধে গত ৮ ই জুন জেলায় এক সপ্তাহের জন্য কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়েছিল পরে আবার ১৫ ই জুন থেকে যশোর জেলায় আরো এক সপ্তাহ কঠোর বিধি নিষেধ ঘোষণা দেয় যশোর জেলা প্রশাসন ও যশোর জেলা প্রশাসক।
তারই ধারাবাহিকায় আজ বৃহস্পতিবার (১৭জুন) দ্বিতীয় দফা বিধি নিষেধ কঠোরভাবে পালন করছে প্রশাসন। প্রথম দফায় বিধিনিষেধ এলাকার সাথে সাথে দ্বিতীয় দফায় আরো কয়েকটা এলাকার যুক্ত করেছে যেমন যশোর সদর উপজেলা চাচড়া, উপশহর, আরাফপুর, নোয়াপাড়া ইউনিয়ন ঝিকরগাছা ও শার্শা এলাকায় বেনাপোল পৌর এলাকায় ও বেনাপোল বাজার এছাড়াও আগের বিধি-নিষেধ উল্লেখযোগ্য ছিল যশোর নোয়াপাড়া পৌরসভা দ্বিতীয় দফায় বিধিনিষেধ চলবে ২৩ শে জুন পর্যন্ত।
এসব এলাকায় গণবিজ্ঞপ্তি বলা হয়েছে বিধিনিষেধ চলাকালীন যশোর জেলা রোডে সকল রুটের গণপরিবহন সহ বাস ইত্যাদি বন্ধ থাকবে তবে জরুরি প্রয়োজনে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স পরিবহন জরুরী পণ্যবাহী ট্রাক সহ জরুরী কাজে ব্যবহার করবে এছাড়াও যশোর জেলা পুলিশ যশোর শহরে পুলিশ টল পুলিশ যশোর মনিহার চিত্রা মোড় চোরাস্তা মোড় সহ বড় বাজারে অভিযান চালিয়ে যাচ্ছে।
No comments
please do not enter any spam link in the comment box.