Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    ডুমুরিয়ায় পারভীনের ঘাতক সাবেক স্বামী গ্রেফতার,আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

    মো রহমাতুল্লাহ আকুন্জী|| খুলনা ডুমুরিয়ায় পারভীন সুলতানা (৩৫) হত্যাকান্ডের ঘটনায় পুলিশ ঘাতক সাবেক স্বামী লিটন মোল্যাকে (৩৮) গ্রেফতার করেছে।গতকাল আসামীর আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

    পুলিশ ঘাতক লিটন মোল্যাকে গ্রেপ্তার করে গতকাল বুধবার খুলনার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে ১৬৪ ধারায় জবানবন্দির আবেদন জানালে আসামী বিজ্ঞ আদালতের কাছে স্বেচ্ছায় হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন।মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এস,আই হামিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।এ ছাড়াও খুনের ঘটনায় ব্যবহৃত রক্তমাখা চাকু, শাবল, সাইজ কাঠ, রক্তমাখা লুঙ্গী উদ্ধার করেছেন বলেও তিনি জানিয়েছেন।

    পুলিশ জানিয়েছে, ঘটনার পর পলাতক হত্যাকারী পারভীনের সাবেক স্বামী লিটনকে গত মঙ্গলবার রাতে ডুমুরিয়া থানা পুলিশ জিরো পয়েন্ট এলাকা থেকে গ্রেফতার করে।এবং পরদিন বুধবার (১৬ জুন) তাকে আদালতে সর্পোদ করা হয়েছে। ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, এ ব্যাপারে ডুমুরিয়া থানায় নিহত পারভীনের বড় মেয়ে নুরজাহান একটি হত্যা মামলা দায়ের করেন।

    উল্লেখ্য, প্রায় ৩ বছর পূর্বে ডুমুরিয়া বাজার এলাকার মৃত কিনু মোল্যার ছেলে লিটন মোল্যার সাথে খর্ণিয়ার বাহাদুর পুর গ্রামের মান্নান শেখের মেয়ে নিহত পারভীন বেগমের ২য় বিয়ে হয়। প্রায় মাসখানেক আগে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। আবারও ওই নারীকে বিয়ে করতে পায়তারা শুরু করে লিটন মোল্যা। কিন্ত পারভীন বেগম রাজি না হওয়ায় গত মঙ্গলবার গভীর রাতে ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা কলেজের পাশে একটি ভাড়া বাড়ীতে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে লিটন মোল্যা। পরে ওই নারীকে বের করে ঘরের সামনে এনে ছুরি দিয়ে কুপিয়ে পেট ফেড়ে দেয় ও রড দিয়ে পিটিয়ে মাথায় আঘাত করলে মাথার ঘিলু বের হয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঐ রাতেই গুরুতর আহত নারীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad