বটিয়াঘাটা থানার নবাগত ওসি শাহ জালালের সঙ্গে বটিয়াঘাটা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য স্বাক্ষাত
মহিদুল ইসলাম (শাহীন) বটিয়াঘাটা||খুলনার বটিয়াঘাটা থানায় সদ্য যোগদানকারী ওসি মোঃ শাহ৳ জালালের সঙ্গে বটিয়াঘাটা প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় থানার ওসির রুমে (নিজেস্ব কার্যালয়) সৌজন্য স্বাক্ষাত অনুষ্ঠিত হয়। এসময় সাংবাদিকরা তাকে ফুলেল শুভেচছা জানান। শুভেচ্ছা বিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাব উপদেষ্টা, সাবেক প্রেসক্লাব সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি শেখ আঃ হামিদ, বটিয়াঘাটা প্রেসক্লাব সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস ( আমার একুশ ও সংবাদ) ,সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম শাহীন ( বাংলার খবর ও আমার সংবাদ), সিঃ সহ সভাপতি মোঃ আসাদুজ্জামান উজ্জ্বল ( দৈনিক নওয়াপাড়া), সহ সভাপতি হিরামন মন্ডল সাগর দৈনিক খুলনা), অমলেন্দু বিশ্বাস ( দৈনক অনির্বাণ ও শ্যাম বাজার) আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ সোহেল রানা ( গ্রামের কাগজ ও সমকাল), সাংগঠনিক সম্পাদক বাকির হোসেন ( সংযোগ বাংলাদেশ), কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম ( কালান্তর ও সংগ্রাম), দপ্তর সম্পাদক রেজাউল করিম (সমাজের কথা), যুগ্ম সম্পাদক সম্পাদক ইমরান হোসেন সুমন ( রাজ পথের দাবি) সহ সম্পাদক সোহরাব হোসেন মুন্সি ( দৈনিক তথ্য ও চৌকস),সহ সম্পাদক শাহীন বিশ্বাস ( দেশের কন্ঠ) , সহ সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন( সংযোগ প্রতিদিন), সাংবাদিক কাজি আতিক ( দুর্নিতীর খোজে) রুবেল গোলদার (দৈনিক খুলনা টাইমস), সাংবাদিক অজিত কুমার রায়, তানভীর আহমেদ শাওন, সৌরভ বাছাড়, মিরাজ হোসেন হানিফ, ওসি তদন্ত খালিদ হোসেন মোল্লা, এস আই প্রদ্যুত কুমার প্রমুখ। এসময় সদ্য যোগদানকারী ওসি সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, মাদক,ভুমিদশ্যু, করোনা ও আইন শৃঙ্খলা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তিনি উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতিসহ নানা বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি কুষ্টিয়া ভেড়ামারা থানায় সুনামের সঙ্গে দির্ঘদিন কর্মরত ছিলেন। তিনি গতকাল বটিয়াঘাটা থানায় যোগদান করেন। তিনি শরিয়তপুরে মুসলিম পরিবারের জন্ম গ্রহন করেন। অন্যদিকে একই সময় বটিয়াঘাটা দলিল লেখক সমিতির সভাপতি মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি দল নবাগত ওসিকে ফুলেল শুভেচছা জানান এবং সৌজন্য স্বাক্ষাত করেন। এসময় সভাপতি দলিল লেখক সমিতির সকল কাজে সহযোগিতা করার জন্য নবাগত ওসিকে অনুরোধ জানান।
No comments
please do not enter any spam link in the comment box.