পাইকগাছায় শ্রমিক লীগের নবগঠিত কমিটি নিয়ে ধ্রুমজাল সৃষ্টি-খুলনার খবর
পাইকগাছা প্রতিনিধি // গত ৬ এপ্রিল ২১ইং খুলনা জেলা শ্রমিক লীগ কর্তৃক মৌখিকভাবে ঘোষিত পাইকগাছা উপজেলা ও পৌরসভা শাখার শ্রমিক লীগের কমিটিকে ঘিরে এলাকায় ধ্রুমজাল সৃষ্টি হয়েছে। কারণ উক্ত কমিটি সম্মেলন ব্যাতীত হওয়ায় জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি ১৬ জুন অবৈধ ঘোষনা করে এবং পূর্বের কমিটি বহাল থাকবে মর্মে কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক এ টি এম ফজলুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন। ফলে শ্রমিক লীগের সাধারণ নেতা কর্মীরা দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে।
জানা গেছে, ৬ এপ্রিল খুলনা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পির আলী মৌখিক ভাবে পাইকগাছা উপজেলা শ্রমিক লীগের শাহজাহান কবির কে সভাপতি ও কাউনন্সিলর আব্দুল গফফার মোড়ল কে সাধারণ সম্পাদক, মোঃ রুহুল আমিন কে সহ-সভাপতি এবং পৌরসভা শাখায় মোঃ আনারুল ইসলাম আনার কে সভাপতি, মনিরুল ইসলামকে সাধারণ সম্পাদক ও রথীন্দ্র নাথ রায়কে সহ-সভাপতি ঘোষনা করেন। মুহুর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
কোন আলোচনা ও সম্মেলন ছাড়া মৌখিক কমিটি ঘোষনা দেয়ায় পদে থাকা শ্রমিক লীগের সহ-সভাপতি শেখ জাহিদুল ইসলাম, পৌরসভা শ্রমিক লীগের সভাপতি শেখ হারুন অর রশীদ হিরু, সাংগঠনিক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত লিখিত অভিযোগ করেন খুলনা জেলা আ'লীগের সভাপতি/ সাধারণ সম্পাদক বরাবর এবং অনুলিপি দেন কেন্দ্রী আ'লীগ, কেন্দ্রীয় জাতীয় শ্রমিক লীগ, খুলনা জেলা শ্রমিক লীগ এবং পাইকগাছা উপজেলা আ'লীগ বরাবর।
লিখিত আবেদন পাওয়ার পর গত ১৬ জুন জাতীয় শ্রমিক লীগ পাইকগাছা উপজেলা ও পৌরসভা শাখার শ্রমিক লীগের মৌখিক কমিটি অবৈধ ঘোষনা করেন এবং পূর্বের কমিটি বহাল থাকবে মর্মে কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক এ টি এম ফজলুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষনা দিয়েছেন। বিজ্ঞপ্তিতে আরো বলা হয় গত ০২ জানুয়ারী ও ২৫ ফেব্রুয়ারী ২০২১ইং তারিখের জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সম্মেলন ব্যতীত দেশের সকল সাংগঠনিক জেলা,মহানগর, আঞ্চলিক শাখার আওতাধীন উপজেলা / থানা,পৌরসভা, ওয়ার্ড/ ইউনিয়ন শাখার সকল প্রকার কমিটি গঠণ অবৈধ হিসেবে গণ্য হবে। এমনকি কেন্দ্রীয় নির্দেশনা আমলে না নিয়ে কোন কমিটি গঠিত হয়ে থাকলে বা ঘোষনা হয়ে থাকলে তাও অবৈধ হিসেবে গণ্য হবে।
খুলনা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পির আলী বলেন, পূর্বের কমিটি মেয়াদ শেষ হওয়ায় নতুন করে কয়েক জনকে সম্মেলন করার দায়িত্ব দেয়া হয়েছে। কেন্দ্রীয় কমিটির মিটিংয়ের সিদ্ধান্ত আমাদের পূর্বে জানানো হয়নি। তারপরেও আমরা কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলে বিষয়টি সুরহা করার চেষ্টা করছি।
জাতীয় শ্রমিক লীগের দপ্তর সম্পাদক এ টি এম ফজলুল হক বলেন, দলে মৌখিক ভাবে কমিটি করার কেন সুযোগ নেই। কমিটি ভাঙ্কতে ও নতুন করে করতে হলে একটা নিয়মতান্ত্রিক ভাবে করতে হবে। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পাইকগাছা উপজেলা ও পৌরসভা শাখার শ্রমিক লীগের সদ্য ঘোষিত মৌখিক কমিটি অবৈধ। পূর্বের কমিটি বহাল থাকবে। সেটা আমরা লিখিতভাবে বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দিয়েছি। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত খুলনা জেলা শ্রমিকলীগের নেতৃবৃন্দের জানানো হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কেন্দ্রীয় কমিটির মিটিংয়ের সকল সিদ্ধান্ত চিঠি করে সকল সাংগঠনিক জেলা ও মহানগর নেতৃবৃন্দের নিকট সব সময় পাঠানো হয়।
No comments
please do not enter any spam link in the comment box.