অভয়নগরের বিভিন্ন এলাকায় ১ জুলাই থেকে কঠোর লকডাউনের অগ্রিম চিত্র
প্রনয় দাস, অভয়নগর প্রতিনিধি // অভয়নগর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে যে, করোনা প্রতিরোধে আগামীকাল ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত সরকার যে কঠোর লকডাউন ঘোষণা দিয়েছে তার প্রভাব ইতিমধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় পড়তে শুরু করেছে।
উপজেলা প্রশাসনের নেতৃত্বে বিভিন্ন বাজার, মহল্লার প্রধান প্রধান প্রবেশপথে বাশ দিয়ে ব্যরিকেট দেওয়া হয়েছে। যাতে বাইরের কোন লোক এলাকার ভেতর প্রবেশ করতে না পারে এবং ভেতরের কোন লোক অকারণে বাইরে না আসতে পারে।
উপজেলার বাগুটিয়া ইউনিয়নের ভাটপাড়া বাজারে গিয়ে দেখা গেছে সেখানে প্রতিনিয়ত ভাটপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা বাজার ও এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল দিচ্ছে।এলাকায় পুলিশের সাথে কিছু সচেতনমহলও কঠোর লকডাউন মানতে একযোগে কাজ করে যাচ্ছে।
No comments
please do not enter any spam link in the comment box.