যশোরের অভয়নগরে সড়ক দুর্ঘটনায় আনসার বাহিনীর ২ সদস্য নিহত
মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি// যশোর খুলনা মহাসড়কের অভয়নগর উপজেলার আলিপুর নামক স্থানে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা খেয়ে দ্রুতগামী মোটরসাইকেল আরোহী আনসার সদস্য ২ জন ঘটনাস্থলে নিহত হন।নিহতরা হলেন, খুলনার এলাহাবাদ আনসার ব্যাটেলিয়ানের ক্যাম্পে কর্মরত মোঃ নজরুল ইসললাম (৩৫), আইডি কার্ডের সদস্য নং ৩১৬০৯ এবং যশোর নাভারন উপজেলার আনছার ব্যাটেলিয়ানে কর্মরত মোঃ শাহাদত হোসেন (৩৪) আইডি কার্ডের সদস্য নং ১৯১৮০৪৯।
অভয়নগর হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, যশোর থেকে ছেড়ে আসা দ্রুতগামী গতির ১টি মোটরসাইকেল অভয়নগর উপজেলার আলিপুর এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে অতিক্রম করার সময় ট্রাকের সাথে ধাক্কা লাগে এতে মটর সাইকেলের আরোহী মোঃ শাহাদত হোসেন, ছিটকে পড়েন সড়কের উপরে পড়ে আঘাত প্রাপ্ত হয় এবং মোটরসাইকেল চালক মোঃ নজরুল ইসলাম ট্রাকের পেছনের অংশে ধাক্কা লেগে মটরসাইকেল দুমড়ে-মুচড়ে পড়ে আটকে যায়। পরবর্তীতে অভয়নগর ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয়দের সহায়তার তাদের উদ্ধার করেন এবং তাদেরকে সর্বপ্রথম অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
নিহত মোঃ নজরুল ইসলাম, কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার আমলাপুর গ্রামের মোঃ মোকছেদ আলীর ছেলে ও মোঃ শাহাদত হেসেন, গাজীপুর জেলার কালিয়াকৈ উপজেলার আঙ্গুরিবিলা গ্রামের মোঃ শামসের আলীর ছেলে বলে জানা যায়।
অভয়নগর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে।
No comments
please do not enter any spam link in the comment box.