পাইকগাছায় আরআরএফ এর উপকারভোগী পরিবারের কৃতি সন্তানদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান
মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা প্রতিনিধি// পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ-এর সহযোগিতায় ও রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন,আরআরএফ কর্তৃক পাইকগাছা
উপজেলার উপকারভোগী সদস্যদের মেধাবী ৫ জন সন্তানদের মাঝে প্রত্যেকের ১২হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন আরআরএফ খুলনা জোনের সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, এ সময় আরো উপস্থিত ছিলেন,গদাইপুর শাখার ম্যানেজার মনি শংকর মন্ডল, সমাজ উন্নয়ন কর্মকর্তা শেখ আরিফুর রহমান ,সমৃদ্ধি কর্মসূচি ও এমআইএস কর্মকর্তা উজ্জ্বল কুমার মল্লিক।
সভাপতিত্ব করেন আঞ্চলিক ব্যবস্থাপক আরআরএফ চুকনগর অঞ্চল এর মোঃ মুশফিকুর রহমান,প্রমুখ।
উল্লেখ্য আর আর এফ সংস্থা চিকিৎসা সেবা ক্যাম্প, অসহায় ব্যক্তিদের সহযোগিতা করা সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড অব্যাহত রেখেছেন।
No comments
please do not enter any spam link in the comment box.