পাইকগাছায় ৩শত ভুমি ও গৃহহীন পরিবারকে মুজিব বর্ষে শেখ হাসিনার উপহার জমির দলিল ও গৃহ প্রদান
আজ ২০জুন (রবিবার) সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে পাইকগাছা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী'র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার হক , উপজেলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস ,পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, আঃ আজিজ, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজামান তুহিন,মোঃ মাজহারুল ইসলাম, মিথুন,সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এবং এসময় সুবিধাভোগী পরিবারের সদস্যগন উপস্থিত থেকে তাদের জন্য বরাদ্দকৃত গৃহের দলিল ও ঘরের চাবি গ্রহণ করেন।
উল্লেখ্য সারা বাংলাদেশের ভূমিহীন ও গৃহহীন দ্বিতীয় পর্যায়ে ৫৩ হাজার ৩৪০ টি পরিবারকে জমিসহ গৃহ প্রদান করা হয়েছে। এরই প্রক্ষিতে পাইকগাছা উপজেলায় ১০টি ইউনিয়নের ৩০০টি পরিবারকে জমিসহ ঘর প্রদান করা হয়। প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ঘর পাওয়া ভুক্তভোগীরা প্রধান মন্ত্রীর এমন সুন্দর ঘরসহ জমি পেয়ে খুশি এবং ধন্যবাদ জানিয়েছেন পাইকগাছা উপজেলা ঘর প্রাপ্ত অসহায় হতদরিদ্র গৃহহীনরা।
No comments
please do not enter any spam link in the comment box.