Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    বটিয়াঘাটা উপজেলায় সরকার ঘোষিত লকডাউনের দ্বিতীয় দিনেও কঠোর অবস্থানে প্রশাসন- খুলনার খবর

    মোঃইমরান, বটিয়াযাটা প্রতিনিধি// বটিয়াঘাটা উপজেলায় সরকার ঘোষিত লকডাউনের ২য় দিন কঠোর ভাবে পালিত হচ্ছে। হাট বাজার, দোকান এমনকি ছোট বড় সব ধরনের যানবাহন বন্ধ রাখা হয়েছে। জনসাধারণকে সচেতন করার জন্য সমগ্র উপজেলা ব্যাপী চলছে করোনা প্রতিরোধে মাইকে প্রচার।

    সকাল থেকে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ কঠোর অবস্থানে করোনা প্রতিরোধে লকডাউন বাস্তবায়ন করার জন্য বটিয়াঘাটা উপজেলা ফুলতলা, কাতিয়ানাংলা, বরনপাড়া,সরকার ঘোষিত যে সকল প্রতিষ্ঠান বন্ধ থাকার কথা সে সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম,  বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ জালালসহ উপজেলা প্রশাসন ও থানা পুলিশ সদস্য বৃন্দ।

    উক্ত অভিযান পরিচালনাকালে কাতিয়ানাংলা দুইটি দোকানে খোলা রাখায় ৮০০০ টাকা জরিমানা আদায় করেন, সঠিক কারন ছাড়া ঘোরাঘুরি না করার জন্য  জনগনকে সচেতন করেন এবং মাস্ক বিতরন করেন এবং  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম কাতিয়ানাংলা বাজারে বয়স্ক দুই জন দোকানীকে খাদ্য সহায়তা প্রদান করে তাদেরকে দোকান বন্ধ করিয়া বাড়িতে যাওয়ার আহবান জানান। 

    লকডাউনের অংশ হিসেবে বটিয়াঘাটা থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের যৌথ অভিযানে বটিয়াঘাটা থানাধীন দারোগাভিটা চেক পোস্টে গাড়ি চলাচল বন্ধ সহ গাড়ির কাগজপত্র চেক করিয়া সঠিক না থাকলে মামলা ও আটক করিয়া থানায় আনা হয়।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad