Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    লকডাউনেও ভিড় কমছে না নগরীর সাত নম্বর ঘাট এলাকায়-খুলনার খবর


    এফ,এম আজাদ চিশতী,খুলনা// করোনা সংক্রমণ ঠেকাতে খুলনায় চলমান লকডাউনের চতুর্থ দিন আজ।নগরীর সাত নম্বর ঘাট এলাকায় সব সময়ের মত আজও লোকজনের ভীড় এতোটুকু কমেনি।

    গতকাল শুক্রবার (২৫ জুন) বিকালে ঘাট এলাকায় সরেজমিন দেখা যায়,সাত নম্বর ঘাটে রয়েছে মানুষের ভিড়।বেশির ভাগ মানুষের মুখেই দেখা যায়নি কোনো মাস্ক। আবার অনেকের মুখে মাস্ক থাকলেও তা ঝুলছিল থুতনিতে।বিশেষ করে উঠতি বয়সের ছেলে-মেয়েরা এখানে বেশি আড্ডা দিতে আসে।তাদের কাছে বিধি-নিষেধের কোন বালাই নেই।

    স্থানীয় এক দোকানীর সাথে কথা হলো,তিনি জানালেন মাঝে মাঝেই এখানে প্রশাসন এসে সবাইকে তাড়িয়ে দিলেও আবার যা তাই।আমরা দোকান বন্ধ করে রাখলে কি হবে,ওরা ঠিকই আসে।এবং অনেক রাত পর্যন্ত আড্ডা দেয়।

    এখানকার বাসিন্দা বেলায়েত কিছুটা তিক্ততা নিয়ে বলেন,এই সব ছেলে-মেয়েদের বাবা মা কি করে। তারা তাদের ছেলে-মেয়েদের ঘরে আটকে রাখলেই তো ভীড় কমে।আমরা বিশেষ করে এই লকডাউনে প্রশাসনে জোর পদক্ষেপ আশা করি।

    শুক্রবার বিকালে নগরীর প্রধান সড়কে দেখা যায়, রিকশা-ইজিবাইকসহ মানুষ চলাচল করছে। তবে প্রশাসনের কঠোর তদারকিতে গত কয়েকদিনের তুলনায় আজ শুক্রবার সড়কে যানবাহন ও মানুষ ছিল অনেকাংশেই কম। বন্ধ রয়েছে বেশিরভাগ ব্যবসাপ্রতিষ্ঠান,দোকানপাট।

    এদিকে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট,রাস্তায় ব্যারিকেড দিয়ে যানবাহন ও সাধারণ জনগণের চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। ঘর থেকে বের হলেই পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়ছেন অনেকে। এছাড়া লকডাউন বাস্তবায়নে জেলায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad