Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    উত্তরণ পরিচালক সহ ৬ জনের নামে বিভিন্ন অভিযোগে আদালতে মামলা

    ফসিয়ার রহমান,পাইকগাছা|| তালায় চাকরি ফিরে পেতে উত্তরণ এনজিও কর্মকর্তা আদালতের দারস্থ। চাকরী না থাকায় পরিবার নিয়ে বিপাকে এনজিও কর্মকর্তা নিহার কান্তি মন্ডল। 

    মামলা সূত্রে জানাগেছে, ২০১৫ সালে নিজ পরিবার কে দেখভাল করার জন্য চুয়াডাঙ্গা জেলার জীবন নগর আন্দুর বাড়িয়া শাখা ব্র্যাক এর ব্রাঞ্চ ম্যানেজারের চাকরি ছেড়ে সাতক্ষীরা জেলার তালা এলাকার এনজিও উত্তরনের ব্রাঞ্চ ম্যানেজার (শুন্য পদে) পদে চাকরীর পরিক্ষায় উত্তির্ন হয়ে ২১/০৫/২০১৫ ইং তারিখে উত্ত/ তালা/ ১৩১৯/১৫৷ স্মারকে উত্তরণের পরিচালক শহিদুল ইসলাম তাকে নিয়োগ প্রদান করেন। নিয়োগ প্রাপ্তির পর নিয়োগ পত্রের যাবতীয় শর্তাদি পালন করে চাকরী করে আসলেও গত ০১/০৯/২০২০ ইং তারিখে পরিচালক শহিদুল ইসলাম এর নির্দেশে প্রোগ্রাম ম্যানেজার মোঃ আঃ কাইউম আজাদ কতিপয় কারণ উল্লেখ করে  বাদী নিহার কান্তি মন্ডলকে কারণ দর্শানো নোটিশ প্রদান করেন এবং একই মেমোতে চাকরী হতে সাময়িক অব্যহতি প্রদান করেন।

    পরবর্তীতে ০৪/১০/২০২০ ইং তারিখে কারণ দর্শানো নোটিশের জবাব প্রদান করেন কিন্তু  প্রোগ্রাম ম্যানেজার মোঃ আঃ কাইউম আজাদ ০১/০৪/২০২১ ইং তারিখে আবারো একটি চুড়ান্ত নোটিশ প্রদান করেন। নোটিশে উল্লেখ করেন যে ১৫/০৪/২১ ইং তারিখের মধ্যে উক্ত নোটিশের জবাব দিতে বলা হয়।  গত ১৪/০৪/২০২১ ইং তারিখে বাদী নিহার কান্তি মন্ডল নোটিশের জবাব দেন। কিন্তু বিবাদী উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম ও প্রোগ্রাম ম্যানেজার মোঃ আঃ কাইউম আজাদ কোন পদক্ষেপ গ্রহণ না করায় ২৯/০৪/২০২১ ইং তারিখে বাদীর পাওনা ১২,৩৬,৫৯৯ টাকা ও চাকরীর ছাড়পত্র এবং জামানতের চেক ফেরত চেয়ে আবেদন করে।  বিবাদী পক্ষ কোন পদক্ষেপ গ্রহণ না করায় বাদী পুনরায় ১১/০৫/২০২১ ইং তারিখে আবেদন করেন। কিন্তু বাদীর সঞ্চয় জমা সুদ সহ ৬০,২৫০ টাকা ফেরৎ দেন। কিন্তু বাদীর অন্যান্য পাওনাদী পরিশোধ করেন নাই।বাদীকে অহেতুক হয়রানী ও ক্ষতি করার জন্য চাকরিতে যোগদান করতে দিচ্ছেন না আবার বাদীর পাওনা টাকাও ফেরৎ দিচ্ছেন না এমনকি তাকে চুড়ান্ত ছাড়পত্র ও জামানতের চেকটি দিচ্ছেননা। 


    এনজিও সংস্থা উত্তরণের কর্মি ব্যবস্থাপনার (২০১৭)১৮.৩(খ) এর বিধান মতে কোন কর্মিকে সাময়িক বরখাস্ত করা হলে তার সংসার চালানোর জন্য অর্ধেক বেতন দেয়ার বিধান থাকলেও উত্তরণ থেকে কোন বেতন দেয়া হচ্ছেনা। ফলে পরিবার নিয়ে করোনাকালীন সময়ে চরম মানবেতর জীবনযাপন করছে বাদী নিহার কান্তি মন্ডল। 


    উল্লেখিত নীতিমালার ১৬.৪.২.১ ধারা মতে ৯০ দিনের বেশি কাউকে বরখাস্ত করে রাখা যাবেনা।


    কিন্তু বিবাদী গং ০১/০৯/২০২০ ইং তারিখ থেকে অদ্যবধী বাদী নিহার কান্তি মন্ডল কে বরখাস্ত করে রেখেছেন। তার কাছ থেকে চার্জ বুঝে নিলেও তাকে ছাড়পত্র ও পাওনা পরিশোধ করছেন না এনজিও সংস্থা উত্তরণের পরিচালক শহিদুল ইসলাম সহ অফিস সংশ্লিষ্ট কর্মকর্তারা। উপায়ন্ত না পেয়ে ন্যায় বিচার চেয়ে উত্তরণের পরিচালক শহিদুল ইসলাম সহ ৬ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা করেছেন উত্তরণ এনজিও কর্মি নিহার কান্তি মন্ডল। মামলা নং দেওয়ানী ৫৪/০৬/০৬/২০২১ইং। 


    মামলা ও অভিযোগ সম্পর্কে উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম বলেন, আইনি প্রতিকার চেয়ে যে কেউ মামলা করতেই পারে। অভিযোগকারী নিহার কান্তি মন্ডল চাকরী করা কালীন সংস্থার প্রায় ২০লক্ষ টাকা নামে বেনামে লোন দিয়েছেন সে টাকা হদিস পাওয়া যাচ্ছেনা। নিহার এর মাধ্যমে দেয়া টাকার হিসাব বুঝে পেলেই তাকে ছাড়পত্র দেয়া হবে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad