Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    অভয়নগরে অপরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে মাছের ঘের, জলাবদ্ধতার আশংকা

    প্রনয় কুমার দাস,অভয়নগর প্রতিনিধি।। যশোরের অভয়নগর উপজেলার বিভিন্ন বিলে অপরিকল্পিত ভাবে তৈরি করা হচ্ছে মাছের ঘের। 

    কোন ধরনের পরিকল্পনা বা সংশ্লিষ্ট কতৃপক্ষের কোন প্রকার নিয়ম - নীতি না থাকায় যার যেখানে জমি রয়েছে তারা ইচ্ছা মাফিক তৈরি করছে মাছের ঘের।যে কারণে স্থায়ী জলাবদ্ধতার আশংকা রয়েছে।

    উপজেলার ধোপাদী এলাকাবাসি জানায়, ভবদহের স্থায়ী কোন সমাধান না হওয়ায় এমনিতেই জলাবদ্ধতা তৈরি হয়ে রয়েছে। কিছু কিছু বিলের পানি শুস্ক মৌসুমে নিচে নেমে গেলেও জলাবদ্ধ এলাকার অধিকাংশ বিলের জমি অনাবাদি রয়েছে। 

    ফলে জমি মালিকেরা ক্ষতি কাটিয়ে উঠতে ফসতি জমিতে ফসল ফলানোর আশা বাদ দিয়ে  এখন বিকল্প হিসেবে অপরিকল্পিত ভাবে  তৈরি করছে মাছের ঘের। এতে করে এখানকার আবাসিক এলাকায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতার। 

    বৃষ্টি মৌসুমে আবাসিক এলাকার পানি গড়িয়ে বিলে গিয়ে পড়ে। কিন্তু বিলে পানি যাওয়ার পথে অন্তরায় হয়ে দাড়িয়েছে অপরিকল্পিত মাছের ঘের তৈরির হিড়িক। 

    পানি যাওয়ার কোন যায়গা না রেখে একজনের ঘেরের পাড়ের সাথে পাড় লাগিয়ে তৈরি করছে এসকল মাছের ঘের। ফলে পানি যাওয়ার গতিপথ বন্ধ হচ্ছে। 

    আসছে বর্ষা মৌসুমে পানির চাপ বেড়ে গেলে আবাসিক এলাকায় পানি জমে বসবাসের অনুপযোগী হয়ে পড়বে। 

    আবার অনেকেই এই এলাকার কাচা- পাকা সড়ককে ঘেরের পাড় হিসেবে ব্যবহার করা হচ্ছে।  এতে করে রাস্তাগুলোও হুমকির মুখে পড়ছে। 

    তাই এলাকাবাসির দাবি, মাছের ঘের তৈরি করতে হলে সড়ক থেকে নিরাপদ দূরত্ব এবং উপরের পানি নিচে নামার জন্য জায়গা রেখে মাছের ঘের তৈরি করতে হবে। আর সেটা সংশ্লিষ্ট কতৃপক্ষের ভুমিকার মাধ্যমে সকল ঘের মালিকদের এ নিয়ম জানিয়ে দিতে হবে। প্রয়োজনে আইনের আওতায় এনে এ সংকট দূর করতে হবে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad