Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    আগামী সাত দিনের লকডাউনের কারণে উপচে পরা ভিড় সড়ক ও বাজারে

    মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি//আগামিকাল বৃহস্পতিবার সারাদেশে শুরু হচ্ছে সর্বাত্মক লকডাউন।লকডাউনের আগের দিনে যশোরের বাজারে হুমড়ি খেয়ে পড়ে শহরের মানুষ। ছিলনা স্বাস্থ্যবিধি মানার বালাই।

    যশোর শহরের এইচএমএম রোড, কাপড়ের পট্টি, এম কে রোড বড় বাজার, রেল বাজার, হাটখোলা রোড, চুয়াডাঙ্গা বাস স্টান্ড,বাজার সহ বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র চোখে পড়ে।

    ক্রেতা-বিক্রেতারা বলছেন, লকডাউনের ঘোষণা আসায় পণ্য কেনার চাহিদা বেড়ে গেছে বাজার ঘুরে দেখা যায়,সকাল থেকেই বাজারগুলোতে গ্রাহকের ব্যাপক উপস্থিতি।যা অব্যাহত থাকে বিকাল নাগাদ।

    কাঁচাবাজারে গিয়ে দেখা যায়, পাইকারী ও খুচরা উভয় বাজারেই সকাল থেকে খুচরা বিক্রেতা ও ক্রেতাদের প্রচুর ভিড়। মাছ বাজারেরও একই অবস্থা পর্যবেক্ষণ করে দেখা যায় নিত্যপ্রয়োজনীয় পণ্য বিশেষ করে চাল, ডাল,তেল, পেয়াজ,আলু কাঁচা মাছ ও মাংস দোকান এবং বিভিন্ন ধরনের মসলার চাহিদা বেশি।

    সাধারণ ক্রেতারা বলছেন, লকডাউনের ঘোষণা আসায় পরে বাজারে পণ্য পাওয়া যাবে না অথবা পণ্যের দাম আরও বাড়তে পারে এই আশংকা থেকেই বাজার করতে এসেছেন তারা।অনেকে বলেন লকডাউন সময়ের জন্য যতটুকু প্রস্তুতি রাখা যায় তার জন্যই সকাল সকালই বাজারে চলে এসেছি  আজ অফিসের শেষ দিন তবে অফিস করে বাজারে এলে হয়তো আর তেমন কিছু পাবো না। তাই কিছু মুদি আইটেম এবং সবজি ও মাংস কিনে রাখছি।

    এদিকে লকডাউনের খবরে শুধু বাজারই নয়, পুরো শহরেই তার প্রভাব পড়েছে। বিভিন্ন মোড়ে মোড়ে অন্যদিনের তুলনায় ভিড় বেশী দেখা যায়‍।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad