Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    খুলনায় লকডাউনে গত দুইদিনে ৯৪ মামলা ও ১৩ জনকে কারাদন্ড প্রদান-খুলনার খবর

    মহাদেব লাল,স্টাফ রিপোর্টার// খুলনায় করোনা সংক্রমণের হার দ্রুত বেড়ে যাওয়ায় চলছে এক সপ্তাহের কঠোর লকডাউন।এই লকডাউনে গত দুই দিনে দোকান খোলা রাখা,মাস্ক ব্যবহার না করা,অকারন বাইরে বের হওয়াসহ বিভিন্ন কারনে মোট ৯৪ মামলায় ১ লাখ ২১ হাজার ২৫০ টাকা জরিমানা করা হয়েছে।সেই সাথে ১৩ জনকে কারাদন্ড প্রদান করা হয়েছে।


    গত মঙ্গলবার ও বুধবার খুলনা মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ জেল-জরিমানা করা হয়।

    জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা যায়, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলীর তত্ত্বাবধানে খুলনা মহানগরীর বিভিন্ন পয়েন্টে স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। এদিকে উপজেলাসমূহে স্ব-স্ব উপজেলা নির্বাহী অফিসারগণ এবং সহকারী কমিশনার (ভূমি) মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে মহানগর ও উপজেলায় মোট ৯৪ মামলায় ১ লাখ ২১ হাজার ২৫০ টাকা জরিমানা ও ১৩ জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

    জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ ইভা, মোঃ ইসমাইল হোসেন ও আরিফুল ইসলাম, মোঃ রাকিবুল হাসান, তাহমিদুল ইসলাম তমাল এবং এস এম রাসেল ইসলাম নূর মোবাইল কোর্ট পরিচালনা করে স্বাস্থ্যবিধি এবং করোনাকালীন বিধি নিষেধ অমান্যকরণের দায়ে এসব অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করেন।

    মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা প্রদান করেন এপিবিএন, বাংলাদেশ আনসার, র‍্যাব এবং থানা পুলিশের সদস্যগণ। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধকল্পে জেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad