নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ- খুলনার খবর
প্রনয় কুমার দাস, অভয়নগর প্রতিনিধি।। অভয়নগরের নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় শত বছরের পুরাতন দ্বিতল মুল ভবন জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে।
যেকোনো সময় ভেঙ্গে পড়ে প্রাণহানী ঘটতে পারে।ক্ষতিগ্রস্থ হতে পারে শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। ছাদ থেকে খসে পড়ছে চুন- সুড়কি ও ইট রডের ভগ্নাংশ।একটানা বৃষ্টি হলে ছাদ বেয়ে জল নেমে শ্রেনিকক্ষ ভিজে যাচ্ছে।
১৯২৭ সালে স্কুলটি প্রতিষ্ঠিত হয়। বর্ষা মৌসুমে শিক্ষার্থীরা আতংকে থাকে, কখন চুন সুড়কির স্তুপ মাথায় ভেঙ্গে প্রাণ যায়। শিক্ষকদের শংকাও কম থাকে না। ইতিমধ্যে কয়েকবার দুর্ঘটনা ঘটে যাওয়ায় অভিবাবকদের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছেন শিক্ষকরা।
এছাড়া এই স্কুলটি পিইসি, জেএসসি, এসএসসি পরিক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।এছাড়া উপজেলার জাতীয় ও সামাজিক অনুষ্ঠানাদি এই বিদ্যালয়ে পরিচালিত হয়ে থাকে।
তাই এলাকাবাসীর প্রাণের দাবি, জাতীয় ও স্থানীয় স্বার্থে এ স্কুলের জীর্ণ ভবন ভেঙ্গে নতুন পাকা ভবন নির্মাণ করতে হবে।
No comments
please do not enter any spam link in the comment box.