অভয়নগরে করোনা আক্রান্ত ২৪৬ জন, পৌর এলাকায় ১শ' ৫৮ ও ইউনিয়নে ৮৮ জন
প্রনয় কুমার,অভয়নগর প্রতিনিধি// অভয়নগরে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। বাড়ছে মৃতের সংখ্যাও।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা প্রশাসনের দেওয়া করোনা পরিস্থিতির সর্বশেষ পরিসংখ্যানে জানা গেছে, গতকাল মঙ্গলবার পর্যন্ত উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২শ' ৪৬ জন।
এর মধ্যে নওয়াপাড়া পৌরসভার ৯ টি ওয়ার্ডে ১৫৮ জন। অপরদিকে উপজেলার ৮ টি ইউনিয়নে ৮৮ জন।
এর মধ্যে শ্রীধরপুর ইউনিয়নে, প্রেমবাগ ইউনিয়নে ও সুন্দলী ইউনিয়নের অবস্থা বেশি ভয়াবহ।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আছে ১৫ জন।
এছাড়া উন্নত চিকিৎসার জন্য ১১ জন রোগীকে জেলা ও বিভাগীয় হাসপাতালে রেফার করা হয়েছে।বাকি রোগীদের হোম কোয়ারেন্টিনে রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
No comments
please do not enter any spam link in the comment box.