Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    খুলনায় করোনা হাসপাতালে নতুন যুক্ত হলো ৩০ শয্যা, প্রস্তুত হচ্ছে জেনারেল হাসপাতালে আরও ৭০

    খুলনার খবর||খুলনায় করোনার সংক্রমণ উর্ধ্বমুখী হওয়ায় প্রতিদিনই বাড়ছে রোগী। ফলে হাসপাতালে দেখা দিয়েছে বেড সংকট। প্রতিদিন গড়ে ১০০ শয্যার করোনা হাসপাতালে ১৩০ থেকে ১৫৪ জন পর্যন্ত রোগী ভর্তি থাকছেন।

    এদিকে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খুলনার করোনা হাসপাতালকে ১০০ থেকে বাড়িয়ে ১৩০ শয্যায় উন্নীত করেছেন। এছাড়াও খুলনায় আরও ৭০ শয্যা বিশিষ্ট নতুন আরেকটি করোনা ইউনিটও চালুর জোর প্রস্তুতি শুরু হয়েছে।

    খুলনা জেলারেল হাসপাতালে (সদর হাসপাতাল) ৭০ শয্যার করোনা ইউনিট চালু হচ্ছে আগামী সপ্তাহে।খুলনা করোনা হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার বিষয়টি জানিয়েছেন।

    তিনি জানান, রোগীর চাপ বাড়ায় শয্যা সংকট দেখা দেয়। এ কারণে গতকাল বুধবার (১৬ জুন) থেকে ৩০টি শয্যা বাড়িয়ে ১০০ শয্যার হাসপাতালকে ১৩০ শয্যা বিশিষ্ট ডেডিকেটেড করোনা হাসপাতালে পরিণত করা হয়েছে। হাসপাতালের সাইনবোর্ডও পরিবর্তন করা হয়েছে। এখন থেকে এই হাসপাতালটির নাম ‘১৩০ শয্যা বিশিষ্ট ডেডিকেটেড করোনা হাসপাতাল।

    তিনি আরও জানান, ৩০ শয্যা বাড়লেও এখনো ঠিক করা হয়নি কতগুলো রেডজোন হবে আর কতোগুলো ইয়োলো জোন হবে। হাসাতালের জন্য ১০ জন নতুন চিকিৎসক ও ৩৭ জন নার্স ও স্বাস্থ্যকর্মী দেওয়া হয়েছে। তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে। তবে তারা সকলে এখানে থাকবে কি-না এই মুহূর্তে বলা যাচ্ছে না।

    অপরদিকে করোনা রোগীদের জন্য খুলনা জেনারেল হাসপাতালে (সদর হাসপাতাল) ৭০ শয্যা বিশিষ্ট হাসপাতাল হচ্ছে। সেখানে এরই মধ্যে সাধারণ রোগীদের ভর্তি নেওয়া বন্ধ করা হয়েছে। ওই সকল রোগী খুলনা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ভর্তি হবেন।

    এদিকে, খুলনা জেনারেল হাসপাতালের ফটকে নোটিশ টাঙিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানে উল্লেখ করা হয়েছে,আগামী ২০ জুন থেকে ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল চালু হওয়ার কারণে ১৫ জুন থেকে সাময়িকভাবে করোনা রোগী ব্যতীত সকল ধরনের রোগীর ভর্তি কার্যক্রম বন্ধ রাখা হলো।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad