বটিয়াঘাটার রায়পুর গ্রামে এক ভিক্ষুকের দুটি ঘর আগুনে পুড়ে ছাই - খুলনার খবর
ইমরান হোসেন,বটিয়াঘাটা প্রতিনিধি|| বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের রায়পুর গ্রামে তালিকা ভুক্ত এক ভিক্ষুকের দুটি ঘরে আগুন লেগে পুড়ে সম্পুর্ন ছাই হয়ে গেছে।
জানা গেছে, গতকাল রবিবার বেলা ১ টার দিকে বিদ্যুৎতের মিটার থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে গোলপাতা দিয়ে তৈরি করা দুটি ঘরে আগুন লেগে যায়।মূহুর্তের মধ্যে ঘরের মালামালসহ সম্পুর্ন ঘর পুড়ে ছাই হয়ে যায়।এলাকাবাসি অনেক চেষ্টার পরেও আগুন নিয়ন্ত্রণে আনতে না পারার ভিক্ষুক পরিবার এখন সম্পুর্ন গৃহহীন।ফায়ার সার্ভিসে খবর দিলে যতক্ষনে তারা এসে পৌছেছে ততক্ষনে সব পুড়ে ছাই।
সুত্রে প্রকাশ রায়পুর গ্রামে টেনা গাজির পুত্র রজত আলী গাজী সরকারি ভাবে তালিকা ভুক্ত একজন ভিক্ষুক পরিবার। ক্ষতিগ্রস্ত আগুনে পুড়ে যাওয়া এলাকা পরিদর্শন করেন জন প্রতিনিধি,গণমাধ্যমকর্মী ও এলাকা শত শত মানুষ। এসময় ভিক্ষুক পরিবারের পক্ষ থেকে সাহায্যের জন্য বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খানের দৃষ্টি আকর্ষণ করেছেন ভিক্ষুক পরিবার।
No comments
please do not enter any spam link in the comment box.