Saturday, March 15.

Header Ads

1669186348011
  • শিরোনাম সর্বশেষ

      

    একদিনে খুলনায় ৩৮ জনের করোনাভাইরাস শনাক্ত,মৃত্যু ২ জনের|| খুলনার খবর

    .com/img/a/



    20210401_121436
    খুলনার খবর|| খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গতকাল শুক্রবার (২ এপ্রিল) ১৮৮টি নমুনা পরীক্ষার পর সর্বমোট ৩৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে খুলনার ৩১জন, বাগেরহাটের দু’জন, যশোরের তিনজন, নওগাঁর একজন এবং নড়াইলের একজন রয়েছেন।খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা: মো: মেহেদী নেওয়াজ এ তথ্য জানিয়েছেন।


    অপরদিকে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আওতাধীন করোনা ডেডিকেটেড হাসপাতালে গতকাল করোনা আক্রান্ত দু’জনের মৃত্যু হয়েছে। এরা হলেন, খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন আলমনগর এলাকার খন্দকার মনিরুজ্জামান(৭০) বেলা ১১টায় এবং বাগেরহাট সদর থানাধীন শানতলা এলাকার আকরাম হোসেন(৭৭) গতকাল সকাল ৮টা ৫৫ মিনিটে মৃত্যুবরণ করেন।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here

    Post Bottom Ad