খুমেক পিসিআর ল্যাবের পরীক্ষায় গত ২৪ ঘন্টায় আরো ৬৮ জনের করোনা শনাক্ত || খুলনার খবর
খুলনার খবর||খুমেক পিসিআর ল্যাবের পরীক্ষায় গত ২৪ ঘন্টায় আরো ৬৮ জনের করোনা পজিটিভ এসেছে । খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২ জনের করোনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ১৯৮ জন ছিল খুলনা মহানগরী ও জেলার।
এরমধ্যে ৬৮ জনের করোনা পজিটিভ এসেছে। খুলনা মহানগরী ও জেলার ৫১ জন, বাগেরহাট ৭ জন, সাতক্ষীরা ১ জন, যশোর ৩ জন, গোপালগঞ্জ ১ জন, বরিশাল ১ জন, নড়াইল ১ জন, ঢাকা ২ জন, ও মাগুরা জেলার ১ জনের করোনা শনাক্ত হয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.