খুলনায় বাসা থেকে ডেকে নিয়ে কলেজ ছাত্রকে কুপিয়েছে দুর্বৃত্তরা || খুলনার খবর
খুলনায় হাসিবুল ইসলাম শাওন(২০) নামে এক কলেজ ছাত্রকে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা।
গতকাল শুক্রবার(১৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে খুলনা সার্কিট হাউজ সংলগ্ন মোহামাডান ক্লাবের সামনে এঘটনাটি ঘটেহাসিবুল সরকারি আযমখান কমার্স কলেজের ম্যানেজমেন্ট এর অনার্স প্রথম বর্ষের ছাত্র।
রক্তাক্ত ও গুরুতর যখম অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে খুলনা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থা গুরুতর হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কর্তব্যরত চিকিৎসক জানান হাসিবুলেরশরীরের পিঠের ডান পাশে ০৭টি, বুকের বাম পাশে একটি, পেটের নিচে ডান পাশে একটি, দুই হাতে৪/৫টি, পুরুষাঙ্গের উপরে একটি ও দুই পায়ে অসংখ্য কোপের চিহ্ন রয়েছে।তবে এ ঘটানায় এখনো কোন মামলা করা হয়নি।
No comments
please do not enter any spam link in the comment box.