Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    গরমে ডাবও গরম,দাম শুনলেই তৃষ্ণা মিটে যায় || খুলনার খবর

    খুলনার খবর||ডলার হাসান||গরমের আরাম আসেন ভাই, আসেন ডাব খান,এ ভাবেই ডেকে ডেকে নগরীর করিমনগর এলাকায় আজ শুক্রবার (২৩ এপ্রিল) কাঠ ফাটা রোদে বসে ভ্যানভর্তি ডাব দেখিয়ে কেনার আমন্ত্রণ জানান বিক্রেতা আবদুর রহমান।

    দাম জিজ্ঞেস করতেই গরমে শরীরে আগুন লেগে গেলো,বিক্রেতা রহমান জানালো ‘একদাম ৬০ টাকা। এই দামে খাইলে খাইতে পারেন।না হলো খাওয়ার দরকার নেই।কথা শুনে হতবাক।

    দাম বেশি হাঁকার কারণ জানাতে চাইলে রহমান জানায়, ‘গরম পড়ছে, মাইনষে বেশি বেশি খাইতাছে। ডাব পাওন যায় না।কিনতে হইতাছে বেশি দামে তাই দাম বেশি।
    রহমানের ভ্যান ভরা সবুজ ডাব তৃষ্ণার্ত মানুষকে কাছে টানলেও এর দাম শুনে অনেকেরই গলা শুকিয়ে যাবে।
    ৬০ টাকার একটি ডাবে ২০০ মিলি লিটার পরিমাণ পানি পাওয়া যাবে কি না সন্দেহ।

    রহমানের কাছ থেকে ডাবের পানি পান করে জানালেন ডলার হাসান নামে এক ক্রেতা জানান,ভরদুপুরে প্রায়ই করিমনগর বাজারে এসে একটি করে ডাব কেনেন তিনি। তবে ডাবের দাম যেন বাড়ছে তো বাড়ছেই। মাস দুয়েক আগে এ রকম ডাব একেকটা পাওয়া যেত মাত্র ৩০ টাকায়।এখন সেই ডাব ৬০ টাকা হয়ে গেছে।কোন কিছুই যেন আর সাধ্যের মধ্যে নেই।

    আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আরও বেশ কয়েক দিন গরমের দাপট চলবে।পাশাপাশি কালবৈশাখি ঝড়ের আভাস জানালো। সূর্যের তাপে ভূমি ও বায়ুমণ্ডল উত্তপ্ত থাকছে। মানুষের শরীরে ঘাম হচ্ছে। কিন্তু বাতাস পানি নিয়ে পারছে না। এ জন্য অনেক সময় ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অনেকের মনে হতে পারে তাপমাত্রা বোধহয় ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad