খুবি বন্ধনের উদ্যোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তাদের মাঝে কুরআন শরিফ বিতরণ
খুলনার খবর||খুবি বন্ধনের উদ্যোগে আজ মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে মহানগরীর কুবা মসজিদে পবিত্র মাহে রমজান উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তাদের মাঝে বাংলা অনুবাদসহ কুরআন শরিফ বিতরণ করা হয়। খুবি বন্ধনের সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস. এম মোহাম্মদ আলীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আবু সালেহ মোঃ পারভেজ,জি এম আনিসুর রহমান, অধ্যাপক মোস্তফা মাহমুদ মুকুল,মোঃ আতিয়ার রহমান, অধ্যাপক আব্দল জব্বার প্রমুখ।
বিতরন শেষে মুসলিম উম্মাহর শান্তি ও করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য উক্ত মসদিসের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মান্নান দোয়া পরিচালনা করেন।
No comments
please do not enter any spam link in the comment box.