Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    যশোর জেলা প্রশাসনের হাত ধরে সহায়তা পৌছালো তৃতীয় লিঙ্গের মাঝে-খুলনার খবর

    মোঃ জসীমউদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি||জেলা প্রশাসন,যশোর এর সহযোগীতায় ও Quick Response Team এর উদ্যোগে এবং অর্পণ মানব কল্যাণ সংস্থার তত্বাবধায়নে মহামারী কোভিড-১৯ এর প্রাদু্র্ভাবে কর্মহীন যশোর জেলার ৬০ জন তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন জনাব কাজী আতিকুর রহমান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট,জেলা প্রশাসন যশোর, জনাব শাজাহান নান্নু, আহবায়ক, Quick Response Team যশোর,জনাব মোঃ মোসলেম শেখ বাবু, সভাপতি, অর্পণ মানব কল্যাণ সংস্থা যশোর।

    এছাড়াও উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসনে  কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং অর্পণ মানব কল্যাণ সংস্থার স্বেচ্ছাসেবক বৃন্দ। করোনা মহামারী ও আসন্ন ঈদুল ফিতর কে সামনে রেখে এই উদ্দ্যোগ গৃহীত হয়েছে বলে জানান সম্মানিত জেলা প্রশাসক মহোদয়,যশোর।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad