যশোর জেলা প্রশাসনের হাত ধরে সহায়তা পৌছালো তৃতীয় লিঙ্গের মাঝে-খুলনার খবর
মোঃ জসীমউদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি||জেলা প্রশাসন,যশোর এর সহযোগীতায় ও Quick Response Team এর উদ্যোগে এবং অর্পণ মানব কল্যাণ সংস্থার তত্বাবধায়নে মহামারী কোভিড-১৯ এর প্রাদু্র্ভাবে কর্মহীন যশোর জেলার ৬০ জন তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জনাব কাজী আতিকুর রহমান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট,জেলা প্রশাসন যশোর, জনাব শাজাহান নান্নু, আহবায়ক, Quick Response Team যশোর,জনাব মোঃ মোসলেম শেখ বাবু, সভাপতি, অর্পণ মানব কল্যাণ সংস্থা যশোর।
এছাড়াও উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসনে কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং অর্পণ মানব কল্যাণ সংস্থার স্বেচ্ছাসেবক বৃন্দ। করোনা মহামারী ও আসন্ন ঈদুল ফিতর কে সামনে রেখে এই উদ্দ্যোগ গৃহীত হয়েছে বলে জানান সম্মানিত জেলা প্রশাসক মহোদয়,যশোর।
No comments
please do not enter any spam link in the comment box.