দামুড়হুদার জুড়ানপুর ও নতিপোতা ইউনিয়নে প্রশাসনের ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা || খুলনার খবর
খুলনার খবর|| সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নের তদারকি করতে আজ রবিবার (১৮ এপ্রিল) ৫ম দিনের মত দামুড়হুদা উপজেলা প্রশাসন সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা পরিচালনা করে।
দামুড়হুদা উপজেলা প্রশাসন কর্তৃক লকডাউন বাস্তবায়নে দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ও নতিপোতা ইউনিয়নের জুড়ানপুর,বিষ্ণুপুর,লক্ষীপুর,ইব্রাহিমপুর,কলাবাড়ী,রামনগর ও হোগলডাঙ্গায়, স্বাস্থ্যবিধি প্রতিপালন যাচাই সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।
এসময় দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদিপ্ত কুমার সিংহের নেতৃত্বে বিষ্ণুপুর পুলিশ ফাড়ির এসআই সেকেন আহমেদের একটি টিম ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা প্রদান করেছেন।
এসময় ৮ জনকে ৩ টি মামলা ও ১৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার ভূমি সুদিপ্ত কুমার সিংহ বলেন বাজার তদারকি, স্বাস্থ্যবিধি প্রতিপালন যাচাই সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে এবং অভিযান অব্যাহত থাকবে।
No comments
please do not enter any spam link in the comment box.