ছিন্নমূল মানুষের পাশে ইফতার নিয়ে ছিসাস || খুলনার খবর
খুলনার খবর||জহিরুল ইসলাম রাতুল||বন্ধুদের ক্ষুদ্র প্রচেষ্টার আরেক নাম ছিন্নমূল সামাজিক সংস্থা (ছিসাস)।যার মুল উদ্দেশ্য ছিন্নমূল মানুষের জন্য কাজ করা।এবারের পবিত্র মাহে রমজানে ছিসাসের ক্ষুদ্র প্রচেষ্টা ১০টাকার ইফতার বিতরণ প্রজেক্ট ২০২১ যা সমগ্র রোজার মাস ব্যাপি চলমান থাকবে।
খুলনা,ঢাকা, সাতক্ষীরা সহ বিভিন্ন জেলাতে ক্ষুদ্র পরিসরে অব্যহত থাকবে এই ১০ টাকার ইফতার বিতরণ প্রজেক্ট ২০২১।
যার ধারাবাহিক কায্যক্রম হিসেবে গোয়ালখালি, রুপসা, আড়ংঘাটা,খালিশপুর পেরিয়ে আজ ছিসাস ৪০ প্যাকেট ইফতার বিতরণ করে।বয়রা ও তার আশেপাশের এলাকাতে,আজ ছিসাসের আয়োজনে সহযোগীতায় ছিলো বয়রার মানবতার প্রানকেন্দ্র ইয়ুথ চেম্বার।
ভালো কিছু নিশ্চয়ই হবে ভালো কিছুর প্রত্যাশায় আমরা ছিসাস।সকলের একান্ত সহযোগীতা প্রত্যাশা করছি।
No comments
please do not enter any spam link in the comment box.