খুলনায় শুরু হলো ধান কাটা উৎসব || খুলনার খবর
খুলনার খবর|| সমগ্র দেশের ন্যায় খুলনাতেও চলছে ধানকাটার আয়োজন। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় উদযাপিত হলো ধানকাটা উৎসব। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। তিনি ‘নমুনা শস্য কর্তন’-এর মাধ্যমে ধান কাটা উৎসবের শুভসূচনা করেন।
এ বছর খুলনা জেলার ৬০ হাজার ১২৫ হেক্টর জমিতে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষকদের প্রণোদনা, ২৫ হাজার কৃষকের প্রত্যেককে ২ কেজি করে উন্নতমানের বীজ এবং কৃষকপ্রতি ১০ কেজি করে পটাশ (এমওপি) ও ২০ কেজি করে ডিএপি সরবরাহ করায় ধানের উৎপাদন লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে।
ধানকাটা উৎসবে উপস্থিত ছিলেন, খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনার উপ-পরিচালক মো. হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), খুলনা মো. সাদিকুর রহমান খান, উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল ওয়াদুদ এবং ডুমুরিয়ার উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ।
No comments
please do not enter any spam link in the comment box.