যশোর শহরে খুলেছে দোকানপাট শপিংমল স্বাস্থ্যবিধি মানছে না কেউই || খুলনার খবর
জসীম উদ্দীন তুহিন, যশোর জেলা প্রতিনিধি|| গত দুই সপ্তাহ লকডাউন পার হওয়ার পর যশোরের দোকান ও শপিং মল খুলেছে। শহরের প্রাণকেন্দ্র হাজী মুহাম্মদ মহসিন রোড শহরের আশেপাশের রাস্তা গুলোর উপরে মানুষের ভিড় লোকের সমাগম বেশি। বেচাকেনা খুব একটা হচ্ছে না কিন্তু মানুষের উপচে পড়া ভিড়ের কারণে দফ ফেলানোর অবকাশ নেই।কি করছে এতো মানুষ মার্কেটে? কেউই কোন প্রকার স্বাস্থ্যবিধি মানছেনা। দূরত্ব বজায় রাখাতো দুরের কথা আবার অনেকের মুখে মাস্ক থাকছে না।
যার ফলে খুব দ্রুত একজন থেকে অনজনে সংক্রমিত হতে বেশিক্ষণ লাগবেনা। যশোর বড় বাজারে সবজি ও মাছের বাজারে একই অবস্থা। এছাড়াও অন্যদিকে দেখা যাচ্ছে ঈদের কেনাকাটা জন্য পরিবারের সদস্যদের নিয়ে মার্কেটিং করতে খুব ব্যস্ত সবাই। যশোর শহরের বড়বাজার অঞ্চলের বড় দোকানের মালিকেরা জানান, দুই সপ্তাহ লকডাউন এর পরে দোকান খুলেছি ঠিকই কিন্তু একেবারে বেচাকেনা নেই। শুধু বাজারে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে তাই আমাদের প্রয়োজন প্রতিটা ক্রেতাসহ বিক্রেতা করোনা ভাইরাসের সচেতন হতে হবে মাক্স ব্যবহার করতে হবে দূরত্ব বজায় রাখতে হবে।
No comments
please do not enter any spam link in the comment box.