যশোর জেলা বঙ্গবন্ধুর পেশাজীবী পরিষদের উদ্যোগে ইফতার বিতরণ || খুলনার খবর
জসিম উদ্দিন তুহিন, যশোর জেলা প্রতিনিধি|| যশোর জেলা বঙ্গবন্ধুর পেশাজীবী পরিষদের উদ্যোগে গতকাল মঙ্গলবার (২৭ এপ্রিল) ইফতার বিতরণ করা হয়। তিন শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে এই ইফতার বিতরণ করা হয়। ভ্যানচালক, রিকশাচালক,দিনমজুর ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে যশোর জেলা বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের নেতৃবৃন্দ তারা ইতিমধ্যে নানা রকম অনুষ্ঠানের মাধ্যমে অসহায় দুস্থদের পাশে দাঁড়িয়েছে। এমনকি যশোরের শহরের বিভিন্ন স্থানে তারা মাস্কসহ হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করছেন।
এই ধরনের সহযোগীতায় প্রাথমিকভাবে জনগণের কাছে তাদের ভালোবাসা ও আস্থার বৃদ্ধি পেয়েছে তারা যশোর জেলা বঙ্গবন্ধু প্রযুক্তি পেশাজীবী পরিষদের নেতা কর্মীদের মাধ্যমে তারা কমবেশি প্রতিদিনই ইফতার বিতরণ করার পরিকল্পনা রয়েছে যশোর জেলা বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের।
এসময় যশোর জেলার সভাপতি সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, শহর কমিটির সেক্রেটারি শরিফুল ইসলাম, যশোর জেলা তথ্য ও গবেষণা সম্পাদক জসিম উদ্দিন তুহিন,সাবেক কমিশনার সন্তোষ দত্ত ও রাজু শাকিলসহ যশোর জেলার সদর শহর কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
No comments
please do not enter any spam link in the comment box.