Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে দরিদ্রদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান || খুলনার খবর

    খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে দরিদ্রদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান || খুলনার খবর
    খুলনার খবর|| গতকাল বুধবার (২১ এপ্রিল) সকাল ১১টায় কেএমপি'র বয়রাস্থ পুলিশ লাইন্স মাঠে খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে দরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

    এসময় ৩২০ জন দরিদ্রদের মধ্যে প্রত্যেককে ৭কেজি চাল,২কেজি ডাল,১কেজি চিনি,১কেজি ছোলা,৩কেজি আলু,২কেজি পেঁয়াজ, ৫০০ গ্রাম সেমাই, ৫০০ গ্রাম রসুন,১কেজি লবণ, ত্রাণ সহায়তা বিতরণ করা হয়। উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।

    ত্রাণ সহায়তা বিতরণকালে খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে সরকারের পক্ষ থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে। অসহায় মানুষ খাদ্যের অভাবে কষ্ট করছে, আমরা তাদের পাশে দাঁড়িয়েছি।

    কেএমপি'র পুলিশ জনাব মোঃ মাসুদুর রহমান ভূঞা মহোদয় তার বক্তব্যে বলেন, যারা আজ নিম্নআয়ের মানুষ আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি। আমাদের সহকর্মী যারা আছেন তাদের স্বপ্রণোদিত প্রদত্ত অর্থের মাধ্যমে এই ত্রাণ সহায়তার বিতরণ করা হয়েছে। আমরা সকলের সুখ সমৃদ্ধি ও মাহে রমজানে সবার শান্তি কামনা করছি ।

    উক্ত কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন কেএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব এসএম ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) জনাব সরদার রকিবুল ইসলাম (বিপিএম-সেবা), ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোল্লা জাহাঙ্গীর হোসেন,ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন,বিশেষ পুলিশ সুপার জনাব রাশিদা বেগম,ডেপুটি পুলিশ কমিশনার (সদর) জনাব মোহাম্মদ এহ্সান শাহ, ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) জনাব শেখ মনিরুজ্জামান মিঠু, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোহাম্মদ তাজুল ইসলাম,ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) জনাব মনিরা সুলতানা,অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (সোয়াট) জনাব মোঃ মারুফাত হুসাইন,অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব মোঃ জাহাংগীর আলমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কেএমপি'র কমিশনার জনাব মোঃ মাসুদুর রহমান ভূঞা মহোদয়। 

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad