খুলনায় গত বছরের চেয়ে এবার তাপমাত্রা বেশি || খুলনার খবর
খুলনার খবর||দক্ষিণাঞ্চলের পরিবেশ পরিস্থিতি প্রতিবছর আগের চেয়ে বেশি উত্তপ্ত হচ্ছে।কমেছে বৃষ্টির পরিমাণ,পানির স্তর ভূ-গর্ভস্থে প্রতি মাসেই নীচে নেমে যাচ্ছে।গরমের কারনে নানাবিধ রোগের প্রকোপ দেখা দিয়েছে। গত বছর এসময়ের চেয়ে খুলনায় এখন তাপমাত্রা ৬ ডিগ্রী সেলসিয়াস বেশি।ধারনা করা হচ্ছে অপরিকল্পিত নগরায়ন, কংক্রিট ও কাঁচের ব্যবহার বৃদ্ধি, বৃক্ষ নিধন, কৃষি জমির পরিমাণ কমে যাওয়ায় এই তাপমাত্রা দিন দিন বেড়েই চলেছে। আমাদের দেশে তাপমাত্রা বৃদ্ধির তালিকায় বর্তমানে খুলনা তৃতীয় অবস্থানে আছে। আর এই তাপমাত্রা বৃদ্ধির ফলে জনজীবনে নানা প্রভাব পড়তে শুরু করেছে।মাঠের ফসল,সবজি সব তাপদাহে পুড়ছে। প্রকৃতিতে ৩৬ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় বোরো সহনশীল। এবার বোরো মৌসুমে তাপমাত্রা ৪০ ডিগ্রী ওঠায় ধানের দশ শতাংশ চিটে পাওয়া গেছে।
আবহাওয়া অধিদপ্তর সূত্র বলছে,গত দুই বছরের গড় হিসাবে ২০১৯ সালের ২৩ এপ্রিল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রী সেলসিয়াস,এবং সর্বোচ্চ ৩৩.৫ ডিগ্রী সেলসিয়াস।২০২০ সালের হিসাব বলছে ২৩ এপ্রিলের সর্বনিম্ন তাপমাত্রা ২০.৫ ডিগ্রী সেলসিয়াস,এবং সর্বোচ্চ ৩২ ডিগ্রী সেলসিয়াস।চলতি বছরের গতকাল ২৮ এপ্রিল সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ২৫.৩ ডিগ্রী সেলসিয়াস,এবং সর্বোচ্চ ৩৮ ডিগ্রী সেলসিয়াস।
খুলনা স্থানীয় আবহাওয়া কর্মকর্তা আমিরুল আজাদ জানান, আগামী শুক্র ও শনিবার কাল বৈশাখী ও বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির পরিমাণ হবে মাঝারী ধরণের।যার ফলে কিছুটা তাপপ্রবাহ কমতে পারে।তিনি আরো বলেন,গত দুই দশকে খুলনায় ১ দশমিক ২৭ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.