পাইকগাছায় স্ত্রী হত্যাকারী ও শালীকে ধর্ষনকারী মশিয়ারের ফাঁসির দাবীতে মানববন্ধন ||খুলনার খবর
মানববন্ধনে বক্তাদের বক্তব্যে জানাগেছে,অভিযোগে জানা যায়,উপজেলার কালুয়া গ্রামের কামরুল ইসলাম সরদারের ছেলে মশিয়ার রহমানের সাথে একই এলাকার রফিকুলের মেয়ে রোকাইয়া ছিদ্দিকা রানীমার সাথে ৭ বছর আগে বিয়ে হয়। সংসার জীবনে তাদের সংসারে ৪ বছরের একটা ছেলে আছে। সংসারে তাদের মধ্যে প্রায় বিরোধ লেগে থাকতো বলে রানীমার পিতা রফিকুল ইসলাম জানায়। চলতি বছরের ১৮ জানুয়ারী রাত আনুমানিক ২ টার দিকে স্বামী মশিয়ার স্ত্রী রানীমাকে নিয়ে প্রকৃতির ডাকে বাইরে যায়। মশিয়ার যায় বাথরমে ও রানীমা ওজু করতে নামে পুকুরে। কিছুক্ষণ পরে স্বামী মশিয়ার বাইরে এসে দেখে তার স্ত্রী পুকুরে ভাসছে। চীৎকার করে লোকজন জড়ো করে। এমনকি এভাবেই ধামাচাপা পড়তে থাকে মুল কাহিনী। বড় মেয়ে মারা যাওয়ায় শোকাহত বাবার বাড়ীতে ছোট মেয়ে শ্বশুর বাড়ী থে্কে প্রায় বেড়াতে আসে। ঘটনার দিন ১১এপ্রিল মশিয়ার শালিকাকে শশুর বাড়ীতে পৌছে দেয়ার কথা বলে ইজি বাইকে উপজেলার কৈয়াসিটিবুনিয়ায় যেয়ে নামে। সেখান থেকে মাইক্রো যোগে কাটাবুনিয়া নামক স্থানে নিয়ে ধর্ষন করে বলে ধর্ষিতার পিতা বাদী হয়ে থানায় অভিযোগ করে। এসআই শহীদ বৃহস্পতিবার (গতকাল) দুপুরে তাকে নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করেছেন। এদিকে এঘটনার পর সাতক্ষীরা জেলার আশাশুনি থানার গোয়াল ডাংগা গ্রামের রেফাত গাজী স্ত্রীকে বুধবার তালাক পাঠিয়েছে বলে জানাগেছে।
শালীকা ধর্ষণকারী ও স্ত্রী হত্যাকারী আটককৃত মশিয়ারের ফাসির দাবীতে মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক মেম্বর মুজিবর রহমান, আব্দুল খালেক সরদার, আবু দাউদ মোড়ল, সালাম সরদার কোমল জিয়া, মাসুম বিল্লাহ সরদার, গোলাম রাব্বানী, আল মামুন পলাশ, ডা রফিকুল ইসলাম, ডা টুটুল, সাত্তার সরদার, ভুট্টু সরদার, সাকিব আল হাসান, নাঈম ইসলাম, শাহিন আলম, মুজাহিদ, রাকিব, সবুজ, সাকলাইন, মাসুম বিল্লাহ, রেজাউল সরদার, সাব্বির হোসেন, আলমগীর, আঃ রহমান সহ শত শত এলাকাবাসী মানববন্ধনে অংশগ্রহণ করে।
No comments
please do not enter any spam link in the comment box.