অভয়নগরের শংকরপাশা থেকে নড়াইল যাওয়ার রাস্তা দীর্ঘ আট বছর যাবত বেহাল দশায় || খুলনার খবর
খুলনার খবর ||প্রণয় কুমার দাস||অভয়নগর প্রতিনিধি||ভৈরব উত্তরকুলের অভয়নগরের শংকরপাশা থেকে নড়াইল যাওয়ার একমাত্র রাস্তা দীর্ঘ আট বছর যাবত বেহাল দশায় পড়ে আছে। এই রাস্তায় বাসসহ ছোট বড় অনেক যানবাহন চলাচল করে। রাস্তার এই বেহাল দশার কারণে প্রতিনিয়তই এখানে ঘটছে সড়ক দুর্ঘটনা। এতে করে অনেকেই অকালে মৃত্যুর কোলে ঢোলে পড়ছে।ক্ষতি হচ্ছে যানমালের।
যশোর -৪ আসনের সংসদ সদস্য বাবু রনজীত রায়ের কাছে এই রাস্তার বিষয় নিয়ে অনেকবারই আবেদন জানিয়েছেন এ এলাকাবাসী কিন্তু কোনো সুরাহা মেলেনি। এই রাস্তা নিয়ে দুর্ভোগ কবে শেষ হবে তা জানেনা এই এলাকার লোক।এলাবাসির দাবি অচিরেই এই রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলা।তাহলে এলাকাবাসির দুর্ভোগ লাঘব হবে।
No comments
please do not enter any spam link in the comment box.