Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    খুমেক করোনা হাসপাতালে আগামী সপ্তাহে চালু হচ্ছে নতুন আইসিইউ ইউনিট

    খুলনার খবর||খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে আইসিইউ শয্যা আছে ১০টি। তবে করোনা মহামারীর প্রকোপ বৃদ্ধির কারণে চাপ সামলাতে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে আরও ২০টি শয্যা স্থাপনের কাজ। এর মধ্যে ১০টি আইসিইউ এবং ১০টি হবে এইচডিইউ। আগামী সপ্তাহের মধ্যে তা চালু করতে চান হাসপাতাল কর্তৃপক্ষ। 

    সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটের রেড জোনে আইসিইউ বেড রয়েছে ৮টি। ২০২০ সালের এপ্রিলে করোনার প্রথম ঢেউ-এর সময় নুরনগরে করোনা ডেডিকেডেট হাসপাতালে এসব আইসিইউ বেড দিয়ে রোগী সেবা দেয়া হয়েছিলো। কিন্তু বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউ এর শুরু হলে এই ৮টি বেড আর খালি পাওয়া যায়না। আইসিইউ চাহিদা প্রতিদিনই বাড়তে থাকে। ফলশ্রুতিতে আরও ২০টি আইসিইউ সুযোগ বিশিষ্ট সয্যার প্রতিস্থাপন শুরু হয় একই ভবনের দ্বিতীয় তলায়। 

    হাসপাতাল সূত্রে জানা যায়, পাইপ লাইনের কিছু কাজ বাকি আছে। এছাড়া জনবল সংকট নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরে পত্র প্রেরণের পাশাপাশি স্থানীয় ভাবে ম্যানেজ করে হলেও আগামী সপ্তাহে চালুর সম্ভাবনা রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।


    খুমেক হাসপাতালের পরিচালক ডাঃ এটিএমএম মোর্শেদ বলেন, করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় দ্রুত সক্ষমতা বৃদ্ধি হাসপাতালের চিকিৎকরা নিরবিচ্ছিন্ন পরিশ্রম করে যাচ্ছে। এর মধ্যে করোনা ইউনিটের দ্বিতীয় তলায় নতুন নির্মিত আইসিইউ ইউনিট চালু দ্রুত গতিতে এগিয়ে চলেছে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad