অভয়নগরের ঐতিহাসিক স্থান এগারো শিব মন্দির অবহেলিত ||খুলনার খবর
প্রণয় কুমার দাস, অভয়নগর প্রতিনিধি|| ইতিহাস থেকে জানা যায় প্রায় পাঁচশত বছর আগে রাণি অভয়া এই এগারো শিবমন্দির প্রতিষ্ঠিত করেন। এবং তার নামানুসারেই এর নামকরণ করা হয় অভয়নগরের এগারো শিবমন্দির।
এই মন্দির প্রাঙ্গণে মোট এগারোটি মন্দির আছে। যার প্রতিটি মন্দির কক্ষেই এক সময় ছিল কষ্টিপাথরের শিব মুর্তি। যার এক-একটি মুর্তির দাম ছিল কোটি টাকা। কিন্তু রক্ষনাবেক্ষনের অভাবে সেই মুর্তিগুলো চুরি হয়ে গেছে। অভয়নগরবাসীর আবেদন এই স্থানটি যদি সরকার কতৃক রক্ষনাবেক্ষন করা হতো তাহলে এটি বাংলাদেশের একটি ঐতিহাসিক দর্শনিও স্থান হতে পারতো।আজ এই নিদর্শনটি অবহেলায় নষ্ট হওয়ার পথে।এখনি এটার তত্বাবধান না করলে কালের বিবর্তনে এটা একদিন হারিয়ে যাবে।
No comments
please do not enter any spam link in the comment box.