অভয়নগরের ভাটপাড়া ফেরিঘাটে নদী পারাপারে সাধারণ মানুষের ভোগান্তি-খুলনার খবর
প্রনয় কুমার দাস,অভয়নগর প্রতিনিধি|| অভয়নগরের ভাটপাড়া বাজার একটি ঐতিহ্যবাহী পুরনো বাজার এবং ভাটপাড়া ফেরিঘাট একটি ব্যাস্তপুর্ন ঘাট। এ ঘাট দিয়ে প্রতিদিন হাজার হাজার লোকের যাতায়াত।
খুলনা থেকে কালনা হয়ে মাওয়া তারপর ঢাকা যাওয়ার দ্রুততম রাস্তার সংযোগ স্থল হোচ্ছে ভাটপাড়া ফেরিঘাট। এ পথ দিয়ে খুলনা থেকে ঢাকা যেতে সময় লাগে মাত্র সাড়ে চার ঘন্টা।কিন্তু বর্তমানে এটা নামেই ফেরিঘাট আছে এখানে এখন কোনো ফেরি নাই ঘাটও নাই।
আজ থেকে নয় বছর আগেও এই ঘাটে ফেরি চলাচল করতো। কিন্তু ফেরিটি দীর্ঘদিন নষ্ট হয়ে পড়ে থাকে। পরে এল.জি.ই.ডি পল্টন সহ ফেরি তুলে নিয়ে যায়। চার বছর আগে বি আই ডাব্লিউ ঘাটটি ফেরি চলাচলের জন্য নেয়। কিন্তু এখনো পর্যন্ত এখানে না হয়েছে ঘাট না চলছে ফেরি।
ফলে এলাকার সাধারণ মানুষে নদী পার হতে অনেক ভোগান্তির শিকার হচ্ছে। এখানে বর্তমানে নদী পারাপারের একমাত্র উপায় একটিই মাত্র নৌকা। ভৈরব উত্তর কুলের সকল মানুষের প্রধান দাবি এখানে আবার অতি শীগ্রই ফেরিঘাট চালু করা হোক অথবা এখানে একটা ব্রিজ দেওয়া হোক। যাতে করে রাজধানীর সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থা আরও দ্রুততম হয় এবং এ এলাকার মানুষ এই নদী পারাপারের খারাপ ব্যবস্থার কষ্ট থেকে মুক্তি পায়।
No comments
please do not enter any spam link in the comment box.