খুলনার প্রধান সড়ক ফাঁকা থাকলেও বাজার,অলি-গলিতে ব্যাপক ভিড় উপেক্ষিত স্বাস্থ্যবিধি|| খুলনার খবর
খুলনার খবর||সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনে নগরীর বাজার গুলোতে ব্যাপক ভিড় দেখা গেছে। এতে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হয়েছে। নগরীর ডাকবাংলা,রূপসাঘাট, কেডিএ এভিনিউসহ অন্যান্য এলাকার সকল দোকানপাঠ বন্ধ রয়েছে। প্রধান প্রধান রাস্তাঘাট অনেকাংশ জনশূন্য।
তবে তৃতীয় দিনে নগরীতে রিকসা চলাচল কিছুটা বেড়েছে। এদিকে, লকডাউনসহ স্বাস্থ্যবিধি রক্ষায় নগরীতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
করোনা সংক্রমণ রোধে সরকারের ৭ দিনের লকডাউন ভালোভাবেই চলছে খুলনাতে। তবে গতকাল শুক্রবার সকালে নগরীর বিভিন্ন বাজার রোডসহ প্রতিটি বাজার ছিলো ক্রেতায় ঠাসা।এসব বাজারে গায়ে ধাক্কা লাগিয়ে কিংবা গা ঘেষে কেনাকাটা করতে দেখা গেছে অনেককে। মাস্ক না পড়া স্বাস্থ্য বিধি মানতে বেশ অনীহা সবার।পাড়ামহল্লায় চলছে আড্ডাবাজি।বিশেষ করে মাগরিবের নামাজের পর প্রায় প্রতিটি মহল্লার অলি-গলি কানায় কানায় পূর্ণ হয়ে যায়।মসজিদে ২০ জন মুসুল্লিদের থাকার কথা থাকলেও সেখানে গাদাগাদি করেই চলছে ওয়াক্ত ও জুম্মার নামাজ।
আসলেই নিজে সচেতন না হলে কিভাবে সবাইকে সচেতন করা যেতে পারে।শুধু ঘোষনা দিয়েই এই মহামারি করোনা ভাইরাস প্রতিরোধ সম্ভব নয়।চাই সচেতনতা ও স্বৎইচ্ছা।
No comments
please do not enter any spam link in the comment box.